East Bardhaman News: বর্ধমানের নীরব নায়ক, এক 'ভবঘুরে'-র পরিচ্ছন্নতা অভিযানে বদলাচ্ছে শহরের ছবি
- Published by:Sudip Paul
- hyperlocal
Last Updated:
East Bardhaman News: একদিকে যেখানে মানুষের চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নগরায়নের তাগিদে কেটে ফেলা হচ্ছে একের পর এক গাছ। অন্যদিকে যত্রতত্র ফেলা হচ্ছে আবর্জনা। বর্ধমান শহরে এক ভবঘুরে যা করছেন, তা সত্যিই প্রশংসনীয়।
বর্ধমান: একদিকে যেখানে মানুষের চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নগরায়নের তাগিদে কেটে ফেলা হচ্ছে একের পর এক গাছ। অন্যদিকে যত্রতত্র ফেলা হচ্ছে আবর্জনা। রাস্তা দিয়ে যেতে যেতে অনেক সময়ই আমরা রাস্তাতেই ফেলে দিই খাবার প্যাকেট অথবা প্লাস্টিকের বোতল। যা একদিকে যেমন পরিবেশের ক্ষতি করছে ঠিক তেমনই রাস্তা নোংরা করছে। কিন্তু কিছু মানুষ থাকে যাদের কাজ নাড়া দিয়ে যায় আমাদের চেতনাকে। ঠিক এমনই এক ব্যক্তির দেখা মিলল বর্ধমানে। নিজেই নিজের মনে পরিষ্কার করে চলেছেন রাস্তা। ঠিক যেন সেটি তার নিজের বাড়ি। আর তার এই কাজ নাড়া দিয়ে যাচ্ছে অনেকেরই চেতনাকে। অনেকেই বলছেন তার এই কাজের জন্য প্রাণ ফিরে পাচ্ছে বর্ধমানের রাস্তা। এই ‘ভবঘুরে’ মানুষটি আমাদের শিখিয়ে দিচ্ছেন যে, দায়িত্ববোধের জন্য কোনো বিশেষ পরিচয় বা সামাজিক অবস্থানের প্রয়োজন হয় না। প্রয়োজন শুধু একটি পরিষ্কার মন এবং কাজ করার সদিচ্ছা।
তিনি ‘ভবঘুরে’ কিন্তু হয়তো আমাদের তথাকথিত সুস্থ, দায়িত্ববান মানুষদের থেকে অনেকটাই এগিয়ে। যেখানে আমরা নিজের বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেও অনেক সময় চিন্তা করি না আমাদের আশেপাশের রাস্তাঘাটের কথা। সেখানেই এই মানুষটির কাজ ভাবিয়ে তুলবে আপনাকেও। রাস্তা সে তো পৌরসভার সাফাইকর্মীরা পরিষ্কার করবেন, এই ভেবে এড়িয়ে যাই অনেকেই। কিন্তু সত্যিই কি কোন দায় নেই আমাদের? আমাদের বাড়ি ঘর পরিষ্কার রাখার যেমন আমাদের দায়িত্ব তেমনি আমাদের আশেপাশে পরিবেশকে সুস্থ রাখার দায়িত্বও কি নয় আমাদের?
advertisement
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সামনের সবুজে মোড়া গোলাপবাগ মোড় থেকে বিধানচন্দ্রের মূর্তি পর্যন্ত রাস্তাটি অনেকেরই প্রিয়। সে যেন এক মনোরম পরিবেশ। অনেকেই সময় কাটাতে যান সেখানে আবার একটি গুরুত্বপূর্ণ রাস্তাও এটি, অনেকেই নিজের প্রয়োজনের নিত্যদিন যাতায়াত করেন ওই রাস্তা দিয়ে। কিন্তু মাথা তুলে চললে সবুজ দেখে মন ভাল হয়ে যাওয়া রাস্তাটির দিকে তাকালেই নোংরা, আবর্জনা। আর সেই আবর্জনা দেখেও শুধুমাত্র প্রশাসনকে দায়ী করে এড়িয়ে যাই আমরা। এখানেই হয়তো জিতে যান ওই ‘ভবঘুরে’ করে মানুষটি। তিনি যেন তার নিজের বাড়ি বানিয়ে ফেলেছেন জায়গাটিকে। একটু নোংরা আবর্জনার থাকলেই তা সাফ করে দিচ্ছেন। ভোল বদলে দিচ্ছেন রাস্তার।
advertisement
advertisement
সকাল থেকে বিকেল ছোট একটা ঝাঁটা অথবা একটি বস্তা নিয়ে ফুটপাত থেকে পিচ রাস্তা পরিষ্কার করে চলেছেন। ব্যস্ত তিনি রাস্তা পরিষ্কার করতে। কিন্তু মুখে যেন কুলুপ আঁটা। ডাকলে প্রথমে সারা দিলেও তার পরেই আবার শুরু করে দিচ্ছেন কাজ। কেউ কিছু খাবার দিলে নিচ্ছেন। কী তাঁর পরিচয়, কোথা থেকে এসেছেন জিজ্ঞাসা করলেই আবার শুধু নিস্তব্ধতা। স্থানীয়রা বলছেন, এই রাস্তাটি আগে খুবই নোংরা থাকত কিন্তু এখন অনেকটাই পরিষ্কার । এই তো কাজ পৌরসভার করার কথা কিন্তু করছেন এই ‘ভবঘুরে’ মানুষটি।
advertisement
তাঁর নীরব কর্ম আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, কীভাবে ছোট একটি পদক্ষেপও সমাজে বড় পরিবর্তন আনতে পারে। তিনি শুধু রাস্তা পরিষ্কারই করছে না, বরং আমাদের প্রত্যেকের অন্তরে এক গভীর প্রশ্ন জাগিয়ে তুলছেন, নিজেদের পরিবেশের প্রতি দায়িত্ব নিয়ে। আমরা কি শুধুই প্রশাসনের উপর নির্ভরশীল হয়ে থাকব, নাকি নিজেদের চারপাশকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নেব আমরাও।
advertisement
সায়নী সরকার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 29, 2025 6:30 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: বর্ধমানের নীরব নায়ক, এক 'ভবঘুরে'-র পরিচ্ছন্নতা অভিযানে বদলাচ্ছে শহরের ছবি






