North 24 Parganas News: কচুয়া ধাম যাত্রা এবার আরও আরামদায়ক, দূর-দূরান্তের ভক্তদের জন্য বিরাট সুখবর

Last Updated:

North 24 Parganas News: এতদিন ধান্যকুড়িয়ায় পর্যটকদের থাকার ও খাওয়ার তেমন সুযোগ ছিল না। এবার সেই অভাব পূরণ হয়েছে—এলাকায় গড়ে উঠেছে বেশ কয়েকটি আধুনিক হোটেল ও অতিথিশালা।

+
ধান্যকুড়িয়া

ধান্যকুড়িয়া গায়েনবাড়ি 

বসিরহাট, জুলফিকার মোল্যা: কচুয়া ধাম ভ্রমণ হবে আরও আরামদায়ক, ধান্যকুড়িয়ায় থাকার-খাওয়ার সুযোগ। জন্মাষ্টমীতে কচুয়া লোকনাথ ধামে ভক্তের ঢল, পাশে ব্রিটিশ আমলের হেরিটেজ নগরী ধান্যকুড়িয়া পর্যটকদের নতুন গন্তব্য। জন্মাষ্টমী উপলক্ষ্যে প্রতিবছর লাখ লাখ ভক্তের পদচারণায় মুখরিত হয় উত্তর ২৪ পরগনার কচুয়া লোকনাথ ধামে। ভোর থেকে শুরু করে রাত পর্যন্ত চলে পুণ্যার্থীদের আনাগোনা। লোকনাথ বাবার আশীর্বাদ নিতে দূর-দূরান্ত থেকে আসা ভক্তদের অনেকেই চান এই সফরে কিছুটা সময় আশেপাশে ভালভাবে কাটাতে।
কচুয়া ধামের খুব কাছেই রয়েছে এক অনন্য ঐতিহাসিক নিদর্শন—হেরিটেজ নগরী ধান্যকুড়িয়া। ব্রিটিশ আমলে পাটের ব্যবসায় সমৃদ্ধ গাইন শাহ ও বল্লভ জমিদার পরিবারের বাসভূমি ছিল এই অঞ্চল। সেই সময়ের প্রাসাদসম ব্রিটিশ ধাঁচের বাড়ি, বাগানবাড়ি ও মনোমুগ্ধকর স্থাপত্য আজও ভ্রমণপিপাসুদের নজর কাড়ে। ইউরোপীয় স্থাপত্যশৈলী ও বাংলার জমিদারি ঐতিহ্যের এই মেলবন্ধন যেন অতীতকে জীবন্ত করে তোলে।
advertisement
advertisement
তবে এতদিন ধান্যকুড়িয়ায় পর্যটকদের থাকার ও খাওয়ার তেমন সুযোগ ছিল না। এবার সেই অভাব পূরণ হয়েছে—এলাকায় গড়ে উঠেছে বেশ কয়েকটি আধুনিক হোটেল ও অতিথিশালা। এখানে পর্যটকরা পাবেন থাকা ও খাওয়ার সুব্যবস্থা, যা কচুয়া ধাম ভ্রমণের অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করে তুলবে। জন্মাষ্টমীর পুণ্যস্নান, আধ্যাত্মিক পরিবেশ ও পাশের ধান্যকুড়িয়ার ঐতিহাসিক সৌন্দর্য—দুটো মিলিয়ে এই অঞ্চল এখন হয়ে উঠেছে ধর্মীয় ও ঐতিহ্যবাহী পর্যটনের এক আকর্ষণীয় গন্তব্য।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: কচুয়া ধাম যাত্রা এবার আরও আরামদায়ক, দূর-দূরান্তের ভক্তদের জন্য বিরাট সুখবর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement