বাঘদিবসে সুন্দরবন থেকে বাঘ তুলে নিয়ে গেল মৎস্যজীবীকে

Last Updated:
#সুন্দরবন: বাঘে তুলে নিয়ে গেল এক মৎস্যজীবীকে। ঘটনাটি ঘটেছে সুন্দরবনের সড়কখালি জঙ্গল এলাকায়। নিখোঁজ মৎস্যজীবীর নাম অর্জুন মন্ডল(৪৮)। শুক্রবার সন্ধ্যায় সুন্দরবনের গোসাবা ব্লকের রজতজুবলী থেকে অর্জুন মন্ডল,ধ্রুব মন্ডল,পরিতোষ মৃধারা সুন্দরবন জঙ্গলে কাঁকড়া ধরতে রওনা দিয়েছিলেন।
সেখানে সোমবার দুপুরে যখন তারা জঙ্গলের মধ্যে কাঁকড়া ধরছিলেন সেই সময় আচমকা বাঘে টেনে নিয়ে যায় নৌকার মাঝি অর্জুন মন্ডলকে। অর্জুনের অন্য দুই সঙ্গী ধ্রুব মন্ডল ও পরিতোষ মৃধা তাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে বাঘের উপর।
ততক্ষণে বাঘের থাবায় অর্জুন নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। দীর্ঘক্ষণ বাঘের সঙ্গে লড়াই করে হার মানতে হয় অর্জুনের দুই সঙ্গীকে।অবস্থা বেগতিক বুঝে ঘটনাস্থল থেকে নিজের প্রাণ বাঁচাতে পালিয়ে আসে ধ্রুব মন্ডল ও পরিতোষ মৃধা।সোমবার দুপুর নাগাদ এলাকায় ফিরে এই খবর জানালে এলাকায় নেমে আসে শোকের ছায়া।
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাঘদিবসে সুন্দরবন থেকে বাঘ তুলে নিয়ে গেল মৎস্যজীবীকে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement