Jhargram News: দিন-রাত এক করে তিলে তিলে যা করলেন জঙ্গলমহলের এই গৃহবধু, দেখে তাজ্জব সকলে...

Last Updated:

Jhargram News: ঝাড়গ্রামের ওই গৃহবধূ প্রথমে বাড়িতে‌ই বুটিকের কাজ করতেন। অল্প জায়গার উপরেই ২০০৯ সালে তার প্রথম হাতে খড়ি। সেখান থেকে নিজস্ব প্রচেষ্টায় ঝাড়গ্রামের‌ ওই গৃহবধূ তিলে তিলে গড়ে তুলে তুলেছেন একটি বুটিকের শোরুম। 

+
প্রিয়দর্শিনী

প্রিয়দর্শিনী বুটিক্স এর ছবি 

ঝাড়গ্রাম, তন্ময় নন্দী: শূন্য থেকে যাত্রা শুরু করেছিল গৃহবধূ! ছোট্ট একটা বুটিক দিয়ে শুরু হয়েছিল যাত্রা। ঘরের কাজ সামলে প্রজ্ঞা পারমিতা মণ্ডল বুটিক খুলে স্বনির্ভর হতে চেয়েছিলেন। ঝাড়গ্রামের ওই গৃহবধূ প্রথমে বাড়িতে‌ই বুটিকের কাজ করতেন। অল্প জায়গা নিয়েই ২০০৯ সালে তার প্রথম হাতে খড়ি। সেখান থেকে নিজস্ব প্রচেষ্টায় ঝাড়গ্রামের‌ ওই গৃহবধূ তিলে তিলে গড়ে তুলেছেন একটি বুটিকের শোরুম। যার নাম ‘প্রিয়দর্শনী বুটিক্স’। ঝাড়গ্রামে বুধবার-এর শুভ উদ্বোধন হল।
ঝাড়গ্রামের পুরাতন এলআইসির গলিতে গেলেই পাবেন শোরুমটি। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে সব কিছুই কিনতে পারেন। তবে এই প্রিয়দর্শনীতে শুধুমাত্র মহিলারাই কেনাকাটা করতে পারেন। বাঙালির দুর্গাপুজো মানেই নতুন পোশাক। কেউ শাড়ি পছন্দ করেন তো কেউ চুড়িদার। বিভিন্ন দামের, বিভিন্ন ধরণের শাড়ি হোক বা আধুনিক পোশাকের সম্ভার পেতে হলে আপনাকে আসতেই হবে প্রিয়দর্শনী বুটিক্সে।
advertisement
আরও পড়ুন-আর মাত্র কয়েকঘণ্টা…! অগাস্টেই লাগবে ‘লটারি’, ত্রিগ্রহী রাজযোগে ‘মালামাল’ হবে ৩ রাশি, হবে টাকার বৃষ্টি, উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালেন্স
কী কী পাবেন এখানে? বিভিন্ন শাড়ি থেকে কুর্তি, চুড়িদার থেকে ইনার গার্মেন্টস সব কিছুর জন্য আলাদা আলাদা কাউন্টার করা হয়েছে। আর দুর্গাপুজো উপলক্ষ্যে প্রতিটি কেনাকাটার ওপরেই আছে নিশ্চিত উপহার। সেই সঙ্গে ৫০০ টাকা থেকে ৫০ হাজারের কেনাকাটায় রয়েছে বিভিন্ন আকর্ষণীয় গিফট ভাউচার ও উপহারের সম্ভার। প্রিয়দর্শনী বুটিক্স-এর কর্নাধার প্রজ্ঞা পারমিতা মণ্ডল বলেন ‘অনেক স্বপ্ন নিয়ে প্রিয়দর্শনী বুটিক্স তৈরি করেছি। যাতে এক ছাতার তলায় সমস্ত জিনিসপত্র কিনতে পারেন মহিলারা।’
advertisement
advertisement
আরও পড়ুন-বুকের পাশে বা গোপনাঙ্গে ‘তিল’ রয়েছে? কীসের লক্ষণ জানেন! মানুষ হিসেবে এঁরা কেমন? তিল দেখেই জানুন চরিত্র, মিলিয়ে নিন আপনারটাও
আপনাদের প্ৰিয় এই বুটিক্স একই আছে, বেড়েছে শুধু বহরে ও সম্ভারে। তাই আর দেরি কেন, পুজোর ঢাকে কাঠি পড়ল বলে। আজই গিয়ে আসন্ন দুর্গাপুজোর কেনাকাটা সেরে ফেলুন। এখানে মহিলাদের পোশাক থেকে মানানসই জুয়েলারি সবই পাবেন এক ছাদের তলায়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: দিন-রাত এক করে তিলে তিলে যা করলেন জঙ্গলমহলের এই গৃহবধু, দেখে তাজ্জব সকলে...
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement