School student: ব্যারাকপুরে বেসরকারি স্কুলে দুর্ঘটনা! প্র্যাকটিক্যালের সময় টেস্টটিউব বিস্ফোরণে আহত ছাত্র

Last Updated:

School student injured: বারাকপুরের সদর বাজার এলাকায় একটি বেসরকারি স্কুলে দুর্ঘটনা। কেমিস্ট্রি ক্লাসে ল্যাব প্র্যাকটিক্যাল করার সময় কেমিক্যাল থাকা টেস্টটিউবে বিস্ফোরণ ঘটে, ফলে সঙ্গে সঙ্গে একটি ছাত্রের গায়ে আগুন লেগে যায়।

পরীক্ষাগারে বিস্ফোরণ!
পরীক্ষাগারে বিস্ফোরণ!
অরুণ ঘোষ, ব্যারাকপুর: বারাকপুরের সদর বাজার এলাকায় একটি বেসরকারি স্কুলে দুর্ঘটনা। কেমিস্ট্রি ক্লাসে ল্যাব প্র্যাকটিক্যাল করার সময় কেমিক্যাল থাকা টেস্টটিউবে বিস্ফোরণ ঘটে, ফলে সঙ্গে সঙ্গে একটি ছাত্রের গায়ে আগুন লেগে যায়। আহত  দশম শ্রেণীর ছাত্র সৌভিক বিশ্বাসের বাড়ি পলতায়।
আহত অবস্থায় সৌভিককে বেলঘড়িয়ার একটি নার্সিং হোমে ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ বাড়ির লোককে না জানিয়ে ব্যারাকপুরে এত নার্সিংহোম বা হাসপাতাল থাকতে, স্কুল কর্তৃপক্ষ সৌভিককে বেলঘড়িয়ার একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যান, সেই সঙ্গে নাকি বাড়ির লোককে জানানো হয় ছাত্রের তেমন কিছু হয়নি । এর পরেই বাড়ির লোক যখন চাপ সৃষ্টি করে তখন তারা বলে, এই কথা যেন বাইরে কাউকে বলা না হয় তাহলে বিষয়টা ভালো হবে না, এমনই অভিযোগ সৌভিকের পরিবারের।
advertisement
advertisement
পরিবারে আরও দাবি, তাঁরা আহত ছেলেকে দেখতে চাইলে মাকে দেখতে দেওয়া হয়নি। এরপর সৌভিককে ব্যারাকপুরের কল্যাণী হাইরোডের ধারে একটি বেসরকারি নার্সিংহোমে তাকে নিয়ে আসা হয়, তার পায়ের উপরের অংশে অনেকটাই চামড়া উঠে যাওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছে। পরিবারে আরও অভিযোগ, তাদের ছেলেকে হাসপাতালে না নিয়ে গিয়ে পায়ে বরফ দেওয়া হয়েছে এতে ক্ষতি হয়। এই ঘটনার পূর্ণ তদন্ত দাবি করেছে আহত ছাত্রের পরিবার।
advertisement
সেই সঙ্গে পরিবারের আরও দাবি, বারাকপুর থানায় অভিযোগ জানানো হলে পুলিশ তাঁদের ডাইরি নেয়নি। অপর দিকে স্কুল কর্তৃপক্ষের দাবি, তাঁরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করেছিলেন।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
School student: ব্যারাকপুরে বেসরকারি স্কুলে দুর্ঘটনা! প্র্যাকটিক্যালের সময় টেস্টটিউব বিস্ফোরণে আহত ছাত্র
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement