Snake: স্কুল চলছিল, তার মধ্যেই উদ্ধার কোবরা সাপ! স্কুলের মধ্যে বিষধরের দেখা, আতঙ্কে হইচই পড়ে যায়
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
Cobra Snake: ছাত্র-ছাত্রীদের নিয়ে ক্লাস চলাকালীন ভয়ানক ঘটনা মুর্শিদাবাদে। হইচই পড়ে গেল স্কুলের মধ্যেই। স্কুল থেকে উদ্ধার হল কোবরা সাপ।
মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: ছাত্র-ছাত্রীদের নিয়ে ক্লাস চলাকালীন ভয়ানক ঘটনা মুর্শিদাবাদে। হইচই পড়ে গেল স্কুলের মধ্যেই। স্কুল থেকে উদ্ধার হল কোবরা সাপ।
সামসেরগঞ্জের হীরানন্দপুর প্রাইমারি স্কুলের অফিস রুমে দেখা মিলল বিষধর কোবরা সাপের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়। শিক্ষকরা জানিয়েছেন, বিভিন্ন ঘরে ছাত্রছাত্রীরা তখনও ক্লাস করতে ব্যস্ত। আর এরই মাঝে অফিস রুমে দেখা পাওয়া যায় বিশাল আকারের কোবরা সাপের। শ্রেণিকক্ষের দরজাও বন্ধ করে দেওয়া হয়। পরে উদ্ধার করা হয় বিশাল সাপটিকে।
advertisement
জানা গিয়েছে, সাপ দেখেই এই ঘটনায় ছাত্র-ছাত্রীসহ শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি খবর দেওয়া হয় বন দফতরকে। স্কুলেরই একজন শিক্ষক সাপটিকে একটি জারে ভরে রাখতে সক্ষম হয়। তার পরে কিছুক্ষণের মধ্যেই সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় বন দফতরের কর্মীরা।
advertisement
আরও পড়ুন- মৃত’ সন্তান! ২ বছর পর মায়ের কোলে ফিরল সেই নবজাতক, ছেলেকে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন মা
ক্লাস চলাকালীন স্কুলে সাপ ঘিরে ব্যাপক হইচই সৃষ্টি হয়। যদিও সাপের বিষয়টি নিয়ে স্কুলের কোনও ছাত্র-ছাত্রী টের পাননি বলেও পাল্টা দাবি করে জানান শিক্ষক শিক্ষিকারা। অত্যন্ত সুক্ষভাবেই সাপটিকে উদ্ধার করার পরেই ছাত্রছাত্রীদের বাড়ি পাঠানো হয়।
advertisement
বিশাল এই সাপ দেখতে স্কুলপ্রাঙ্গণে স্থানীয়দের ভিড় জমে যায়। জানা গিয়েছে, সাপটিকে উদ্ধার করে নিরাপদ জায়গায় ছেড়ে আসা হয়েছে। যদিও স্কুলের তরফে জানানো হয়েছে সাপ উদ্ধার করে বন দফতর নিয়ে গিয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 11, 2025 5:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Snake: স্কুল চলছিল, তার মধ্যেই উদ্ধার কোবরা সাপ! স্কুলের মধ্যে বিষধরের দেখা, আতঙ্কে হইচই পড়ে যায়
