West Bengal news: বেহাল রাস্তা নিয়ে সোচ্চার হওয়ায় ফল? গুলি করে খুনের অভিযোগ
- Published by:Ratnadeep Ray
- Reported by:Pranab kumar Banerjee
Last Updated:
Crime news: বেহাল রাস্তা নিয়ে সোচ্চার হওয়ায় এক ব্যক্তিকে গুলি করে খুন করার অভিযোগ। ঘটনাটি ঘটেছে ভগবানগোলা থানার মহিষাস্থলী গ্রাম পঞ্চায়েতের রমনা গ্রামে। মৃতের নাম বাবর আলি।
মুর্শিদাবাদ: বেহাল রাস্তা নিয়ে সোচ্চার হওয়ায় এক ব্যক্তিকে গুলি করে খুন করার অভিযোগ। ঘটনাটি ঘটেছে ভগবানগোলা থানার মহিষাস্থলী গ্রাম পঞ্চায়েতের রমনা গ্রামে। মৃতের নাম বাবর আলি।
সকালে বাড়ির উঠোনের মধ্যে ব্রাশ করার সময় ৫-৬ জন দুষ্কৃতী বাড়িতে ঢুকে খুব কাছ থেকে গুলি করে বাবর আলিকে। পরপর তিনটি গুলির মধ্যে একটি গুলি বুকে লাগে, সঙ্গে সঙ্গে মাটির মধ্যে লুটিয়ে পড়েন সেই ব্যক্তি। কানাপুকুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালে পাঠায়। অভিযোগ, ভগবানগোলা পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ গোলাম সেখের নেতৃত্বে খুন করা হয়েছে। গোলাম সেখ-সহ মোট ৯ জনের বিরুদ্ধে ভগবানগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত মহিউদ্দিন সেখ, মিলন হক, টিয়ারুল সেখ, মুরসেলিম সেখ ও আরজিনা বিবি এই ৫ জনকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ভগবানগোলা থানার পুলিশ।
advertisement
রমনা গ্রামের রাস্তার বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে। এই বর্ষার মধ্যে রাস্তা কাদা হয়ে যাওয়ায় তারমধ্যে দিয়ে হাঁটাচলা করতে হচ্ছিল গ্রামবাসীদের। বেহাল রাস্তা নিয়ে সরব হয়েছিলেন এলাকার তৃণমূল সমর্থক বাবর আলি। রাস্তা না হওয়ার জন্য দুর্নীতির অভিযোগ তুলে প্রকাশ্যে পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ গোলাম সেথকে দোষারোপ করছিলেন। অভিযোগ কিছু দিন আগে, চায়ের দোকানেও গোলামের সঙ্গে গন্ডগোল হয় বাবরের।
advertisement
সেই কারণেই এই খুন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। মৃত বাবর আলির স্ত্রী তানসুরা বিবি বলেন, আমার স্বামী বাড়ির উঠোনেই দাঁড়িয়ে ছিল। গোলাম, মুরসেলিম সহ ৫-৬ জন দুষ্কৃতী বাড়িতে ঢুকে পরপর তিনটি গুলি করে। ওই গোলামই আমার স্বামীকে খুন করেছে। আমার স্বামীর খুনের আমি বিচার চাই। মৃতের মেয়ে বিলকিশ খাতুন বলেন, আমার বাবা তৃণমূলের সমর্থক হিসেবেই এলাকায় কাজ করত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 16, 2024 9:28 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal news: বেহাল রাস্তা নিয়ে সোচ্চার হওয়ায় ফল? গুলি করে খুনের অভিযোগ