হোম /খবর /দক্ষিণবঙ্গ /
সিউড়ির নবদম্পতির হাতে NRC, NPR, CAA বিরোধী পোস্টার !

সিউড়ির নবদম্পতির হাতে NRC, NPR, CAA বিরোধী পোস্টার !

বৃহস্পতিবার অর্ক-সুইটির বৌভাতের অনুষ্ঠানে অর্কর বন্ধুরা উপহার নিয়ে আসে NO NRC, NO NPR, NO CAA পোস্টার ৷

  • Last Updated :
  • Share this:

#সিউড়ি: NRC-র বিরোধীতায় এবার সরব সিউড়ির এক নবদম্পতি । বীরভূমের সিউড়ির সেহেরা পাড়ার বাসিন্দা অর্ক মুখোপাধ্যায়, একজন SFI কর্মী । বিয়ের আগে SFI এর জেলা কমিটি ছেড়েছেন, তবে রয়েছেন লোকাল কমিটিতে। সম্প্রতি তার বিয়ে হয় সুইটির সঙ্গে ৷ বৃহস্পতিবার অর্ক-সুইটির বৌভাতের অনুষ্ঠানে অর্কর বন্ধুরা উপহার নিয়ে আসে NO NRC, NO NPR, NO CAA পোস্টার ৷

তাদের অনুরোধেই সেই পোস্টার ধরেই ছবি তুললেন নবদম্পতি ৷ পাশাপাশি বিয়ে বাড়িতে উপস্থিত সকলকে জানিয়েও দিলেন যে তারাও NRC, NPR ও CAA-র বিরুদ্ধে। ওই বিয়েতে উপস্থিত ছিলেন অর্কর বন্ধু SFI এর রাজ্য সহ-সভাপতি রুদ্রনীল বর্মন। নবদম্পতির সঙ্গে তারও বার্তা ভোট দিয়ে যাদের কেন্দ্রে পাঠানো হল তারাই আজ জন সাধারণের কাছে কাগজ দেখতে চাইছেন, তাই সকলকে অনুরোধ কাগজ আপনারা দেখাবেন না।

Supratim Das

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: CAA, NPR, NRC