Howrah News: চলন্ত স্করপিও গাড়িতে আগুন! গাড়িতে তখন পাঁচজন যাত্রী! কোনওমতে প্রাণরক্ষা, ভয়ানক ঘটনা উলুবেড়িয়ায়

Last Updated:

চলন্ত গাড়িতে আগুন, পাঁচ জন যাত্রী নিয়ে কলকাতা থেকে মেদিনীপুর যাবার পথে ১৬ নম্বর জাতীয় সড়কের উলুবেড়িয়া নিমদিঘি এলাকায় দাউ দাউ করে জ্বলে ওঠে গাড়িটি

+
চলন্ত

চলন্ত স্করপিও গাড়িতে আগুন

রাকেশ মাইতি, হাওড়া: হাওড়া ১৬ নম্বর জাতীয় সড়কে চলন্ত গাড়িতে আগুন! শুক্রবার ঘটনার জেরে ১৬ নম্বর জাতীয় সড়কের মেদনীপুরগামী লেনে যান চলাচল থমকে পড়ল। কলকাতার দিক থেকে মেদিনীপুর যাবার পথে, উলুবেড়িয়া নিমদিঘি সংলগ্ন জাতীয় সড়কে একটি চলন্ত স্করপিও গাড়িতে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। জানা যায় ওই গাড়িতে চালক সহ মোট পাঁচ জন যাত্রী ছিল। একটি বিলাসবহুল চলন্ত গাড়িতে আগুন লাগার ঘটনা স্বাভাবিকভাবেই ভাবিয়ে তোলে।
জাতীয় সড়কে দুরন্ত গতিতে ছুটছে গাড়ি। এমন সময় গাড়ি থেকে হঠাৎ ধোঁয়া তারপর মুহূর্তে গাড়িটি আগুন গ্রাস করে। আগুন লাগা সেই গাড়ি থেকে কোনওক্রমে বেড়িয়া চালক সহ যাত্রীরা প্রাণ বাঁচায়। ঘটনার জেরে থমকে পড়ে ১৬ নম্বর জাতীয় সড়কের কোলাঘাট গামী লেনে যান চলাচল। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। ব্যস্ত সড়কের মধ্যবর্তী স্থানে দাউ দাউ করে জ্বলছে চলন্ত গাড়ি। গা শিউরে ওঠার মতো ঘটনা। এই ঘটনার জেরে ১৬ নম্বর জাতীয় সড়কের তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশের পক্ষ থেকে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করে, জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালায়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: চলন্ত স্করপিও গাড়িতে আগুন! গাড়িতে তখন পাঁচজন যাত্রী! কোনওমতে প্রাণরক্ষা, ভয়ানক ঘটনা উলুবেড়িয়ায়
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement