আনলিমিটেড খাবার, দাম মাত্র ১২৫ টাকা! ৯ রকম পদ, খাবারের পাহাড় যেন!
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Unlimited food in Bankura: অবশেষে বাঁকুড়া শহরেও এসে গেল আনলিমিটেড কম্বো। সেটা পকেটেও হালকা। বাঁকুড়া শহরের রবীন্দ্রভবনের ঠিক উল্টোদিকে ‘টেন ডিশেস’ নামে একটি রেস্তোরাঁতে পেয়ে যাবেন আনলিমিটেড খাবার দাবার। দাম মাত্র ১২৫ টাকা প্লেট।
বাঁকুড়া : কলকাতার মতো এবার বাঁকুড়া শহরেও আনলিমিটেড কম্বো প্ল্যাটার। পেয়ে যাবেন ন’টি আইটেম। পেট না ভরলে বারবার নিতে পারবেন রিফিল। এই পুরো কম্বো প্ল্যাটার-এর দামও এক্কেবারে সাধ্যের মধ্যে।
অবশেষে বাঁকুড়া শহরেও এসে গেল আনলিমিটেড কম্বো। সেটা পকেটেও হালকা। বাঁকুড়া শহরের রবীন্দ্রভবনের ঠিক উল্টোদিকে ‘টেন ডিশেস’ নামে একটি রেস্তোরাঁতে পেয়ে যাবেন আনলিমিটেড খাবার দাবার। দাম মাত্র ১২৫ টাকা প্লেট।
আরও পড়ুন- জিভে জল আনা পান্তা উত্সব! শয়ে শয়ে মানুষের ভিড়
একজনই খেতে পারবেন। প্লেটে থাকছে ফ্রায়েড রাইস, তন্দুরি রুটি, তিন পিস চিকেন কষা, নুডলস,ডাল মাখানি, চাটনি, পাঁপড় এবং পায়েস।
advertisement
advertisement
রুটি, রাইস, নুডলস এবং সবজির আইটেম বার বার চেয়ে নিতে পারবেন। রেস্টুরেন্টের কর্ণধার সুপর্ণা শিঠ বলেন, “কিছু অন্যরকম করার চিন্তা ভাবনা থেকেই আনলিমিটেড প্ল্যাটার। বাঁকুড়ার আর্থিক কথা ভেবে দাম রাখা হয়েছে ১২৫ টাকা।”
এছাড়াও প্রতিদিন সবজির আইটেম এবং রাইসের আইটেম চেঞ্জ করা হয়। ডাল মাখানির পরিবর্তে তৈরি হয় পনির বাটার মশলা, চানা কিংবা মিক্স ভেজ। এছাড়াও পায়েসের বদলে থাকে মিষ্টি।
advertisement
আরও পড়ুন- অসমের শাড়ি ভেবে কিনে খুব ঠকছেন, কারণ…
উপচে পড়ছে ভিড়ও। সাধ্যের মধ্যে পয়সা খরচ করে পেটভরা নানা ধরনের সুস্বাদু খাবার মিলবে।
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
June 09, 2024 7:15 PM IST