#কাটোয়া: নিজের তাঁতঘরেই বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হল বাসুদেব বিশ্বাস (৪৬) নামে এক তাঁতশিল্পীর। কাটোয়া থানার অগ্রদ্বীপ স্টেশন লাগোয়া সুবোধ কলোনির ঘটনা। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ৷
প্রতিবেশীরা জানিয়েছে শনিবার দুপুরে বাসুদেব একাই তাঁতঘরে কাজ করছিলেন । দীর্ঘক্ষণ ঘর থেকে তাঁতের কোন আওয়াজ না পেয়ে প্রতিবেশীরা গিয়ে দেখেন তাঁতের উপর উল্টে বাসুদেব অচৈতন্য হয়ে পড়ে আছেন।
ঘরের বিদ্যুতের তার পোড়ারও গন্ধ পাওয়া যায় বলেই জানা গিয়েছে । কাটোয়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেছেন। কাটোয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশের প্রাথমিক অনুমান বিদ্যুৎপৃষ্ঠ হয়েই মৃত্যু হয়েছে বাসুদেববাবুর ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Died, Katwa, Man, Nadia, Short Circuit, Suspection