চাঁদা জুলুমবাজির প্রতিবাদের জের! যুবকের সঙ্গে যা হল...! বেলঘরিয়ার ঘটনায় জড়াল যুব তৃণমূল নেতার নাম
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
বেলঘরিয়ায় চাঁদা জুলুমবাজির প্রতিবাদ করায় যুবককে মারধর
বেলঘরিয়া, উত্তর ২৪ পরগণা, সুবীর দেঃ চাঁদা জুলুমবাজির প্রতিবাদ করেছিলেন। সেই কারণে বেলঘরিয়ায় এক যুবককে মারধরের অভিযোগ। এই ঘটনায় যুব তৃণমূল নেতা রোহিত সিংহের নাম উঠে এসেছে।
বেলঘরিয়া অঞ্চলের একসময়কার ত্রাস ছিলেন জয়ন্ত সিং। তিনি এখন জেলবন্দি। জেলের চার দেওয়ালের মধ্যেই দিন কাটছে জয়ন্তর। এই অবস্থায় তাঁর পরিবর্তে এলাকার নতুন ত্রাস হয়ে উঠেছেন রোহিত সিং।
জানা যাচ্ছে, আদিত্য মহান্তিকে মারধরের ঘটনায় অভিযুক্তের সংখ্যা ৬। প্রত্যেকেই রোহিতের অনুগামী বলে অভিযোগ। ইতিমধ্যেই রোহিতের নামে বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্ত যুবকের পরিবার।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ১০৮ কলসি জল দিয়ে অভিষেক, রাত ১২টায় মহা আরতি! জন্মাষ্টমীতে দিঘা জগন্নাথ মন্দিরে আর কী কী আয়োজন?
প্রসঙ্গত, বেলঘরিয়ার একদা ত্রাস জয়ন্তর কার্যকলাপ অতীতে বহুবার সংবাদের শিরোনামে উঠে এসেছে। তিনি এখন জেলে। এই অবস্থায় এলাকার নতুন ত্রাস হয়ে উঠেছেন রোহিত সিং। এবার চাঁদা জুলুমবাজির প্রতিবাদ করায় এক যুবককে মারধরের ঘটনায় নাম জড়াল এই যুব তৃণমূল নেতার। আদিত্য মহান্তিকে মারধরের ঘটনায় ৬ জনই রোহিতের অনুগামী বলে অভিযোগ। ইতিমধ্যেই রোহিতের নামে থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্ত যুবকের পরিবার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 16, 2025 1:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চাঁদা জুলুমবাজির প্রতিবাদের জের! যুবকের সঙ্গে যা হল...! বেলঘরিয়ার ঘটনায় জড়াল যুব তৃণমূল নেতার নাম