Crime News: নৃশংস! লাগাতার শারীরিক অত্যাচার, আগুনে পুড়িয়ে খুনের চেষ্টা গৃহবধূকে, হাড়হিম করা ঘটনায় এলাকায় আতঙ্ক
- Written by:Pranab kumar Banerjee
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Crime News: পণের দাবিতে এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠল শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রানিনগর থানার মরিচা গ্রামে। আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।
পণের দাবিতে এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠল শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রানিনগর থানার মরিচা গ্রামে। আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। অভিযোগ নিজেরাই পছন্দ করে বিয়ে করার পরেও ওই গৃহবধূকে স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকেরা পণের দাবিতে শারীরিক ও মানসিক অত্যাচার করত। বর্তমানে স্বামী কেরালায় কর্মরত থাকলেও ফোনে তাদের মধ্যে অশান্তি হত বলে অভিযোগ।
গত রবিবার রাতে শ্বশুরবাড়ির লোকেরা ওই গৃহবধূকে মারধর করে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশকে জানান ওই গৃহবধূ। স্বামী-সহ শ্বশুরবাড়ির ৫ জনের বিরুদ্ধে রানীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই গৃহবধূর বাপের বাড়ির লোকে। অভিযোগের ভিত্তিতে শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ, বাকিরা পলাতক। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছে পরিবারের লোকেরা।
advertisement
আরও পড়ুন- একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা
advertisement
আরও পড়ুন- স্পষ্ট ‘বেবিবাম্প’! বিয়ের ১০ মাসেই ঘটা করে সাধ খেলেন মোহর, হবু মা-কে আলিঙ্গন দুর্নিবারের, রইল ছবি
হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূ জানায়, আমার শ্বশুরবাড়ির লোকেরা কেউই আমাকে পছন্দ করত না। প্রত্যেকদিন নতুন নতুন পণের দাবিতে আমার উপর অত্যাচার চলত। ওই গৃহবধূর বৌদি হাসিনা খাতুন বলেন, ওরা নিজেরা পছন্দ করেই বিয়ে করেছিল। বিয়েতে পণে নগদ টাকা মোটরবাইক সব দেওয়া হয়েছিল। কিন্তু বিয়ের পরেও পণের দাবিতে আমার ননদের উপর ওর স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকেরা শারীরিক ও মানসিক অত্যাচার করত। আমরা ওর স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের কঠোর শাস্তি চাই।
advertisement
আত্মীয় সামিরুল ইসলাম বলেন, শ্বশুরবাড়ির দাবি মত বিয়ের সময় সব পণ দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও পণের দাবিতে অত্যাচার চলত। কতটা নিষ্ঠুরভাবে মেয়েটাকে মেরে ফেলার পরিকল্পনা করেছিল ওরা। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা চাই অভিযুক্তদের গ্রেফতার করা হোক। কিন্তু তারপরেও পণের দাবিতে অত্যাচার চলত। কতটা নিষ্ঠুরভাবে মেয়েটাকে মেরে ফেলার পরিকল্পনা করেছিল ওরা। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা চাই অভিযুক্তদের গ্রেফতার করা হোক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 25, 2024 8:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: নৃশংস! লাগাতার শারীরিক অত্যাচার, আগুনে পুড়িয়ে খুনের চেষ্টা গৃহবধূকে, হাড়হিম করা ঘটনায় এলাকায় আতঙ্ক









