মহিলা বিক্ষোভে উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানা চত্বর
Last Updated:
মহিলাদের বিক্ষোভে উত্তাল পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানা চত্বর। তৃণমূল নেতা নান্টু প্রধান খুনে ধৃতদের মুক্তির দাবিতেই এই বিক্ষোভ।
#ভগবানপুর: মহিলাদের বিক্ষোভে উত্তাল পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানা চত্বর। তৃণমূল নেতা নান্টু প্রধান খুনে ধৃতদের মুক্তির দাবিতেই এই বিক্ষোভ।
advertisement
শুক্রবার সকাল ১১ টা নাগাদ হঠাৎই থানার ভিতরে ঢুকে পড়েন কিছু মহিলা। থানার আসবাবপত্র ভাঙার চেষ্টা করেন তাঁরা। পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে অশালীন আচরণও করা হয় বলে অভিযোগ। সংবাদমাধ্যমের কর্মীরা সংবাদ সংগ্রহ করতে গেলে ঘটনাস্থলে গেলে তাঁদের ওপরেও চড়াও হন বিক্ষোভকারীরা।
advertisement
পড়তে থাকুন : বর্তমানের মুখোমুখি প্রাক্তন সঙ্গে দাবি দাওয়া আদায়ের বৈঠক
তাঁদের সামলাতে তমলুক থেকে মহিলা পুলিশ আনা হচ্ছে। গত ২৪ ফেব্রুয়ারি খুন হন স্থানীয় তৃণমূল নেতা নান্টু প্রধান। খুনে অভিযুক্ত ১৩ জনকে আগেই গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পিন্টু খালুয়া নামে আরও একজনকে আটক করে পুলিশ। তারপরই এলাকায় নতুন করে উত্তেজনা ছড়ায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 30, 2018 2:11 PM IST