Nadia News: বনধের দিন রাস্তায় নামল বানর সেনা! আটকে গেল যানবাহন ও যাত্রী চলাচল
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Nadia News: একি হনুমান দিচ্ছে বনধের পাহারা! নদিয়ার মহেশগঞ্জ এলাকায় এমনই চিত্র ধরা পরল ক্যামেরাতে! যেখানে দেখা যায় রাস্তার মধ্যে একদল হনুমান রয়েছে বসে! যেই ভিডিও হল ভাইরাল।
নদিয়া: একি হনুমান দিচ্ছে বনধের পাহারা! নদিয়ার মহেশগঞ্জ এলাকায় এমনই চিত্র ধরা পরল ক্যামেরাতে! যেখানে দেখা যায় রাস্তার মধ্যে একদল হনুমান রয়েছে বসে! তাদের হাতে রয়েছে বিস্কুট। রাস্তার মধ্যে দল বেঁধে বসে তারা খেতে ব্যস্ত। আর তার জেরেই দাঁড়িয়ে পড়েছে পথ চলতি মানুষ থেকে শুরু করে যানবাহন।
বুধবার বিজেপির ডাকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ১২ ঘণ্টার বনধ ডাকা হয়েছিল। ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে পুলিশি হামলার অভিযোগে ছিল এই বনধ। সেই বনধ অব্যাহত রাখতে বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মী সমর্থকেরা হাতে পতাকা নিয়ে বেরিয়েছিলেন রাস্তায়। নানা দিক থেকে আসে অশান্তির খবরও। এত অশান্তি ও চিন্তারর মাঝে হনুমানদের পথ ‘অবরোধের’ খবর একটি হলেও হাসি ফুটিয়েছে সকলের মুখে।
advertisement
আরও পড়ুনঃ India vs Bangladesh: যা এর আগে খুব একটা দেখা যায়নি টিম ইন্ডিয়ায়, এবার সেই পথেই হাঁটতে পারেন গম্ভীর
advertisement
নদিয়ার মহেশগঞ্জ এলাকায় আচমকাই এক দল হনুমানকে রাস্তায় দেখতে পাওয়া যায়। তখনই তাদের দেওয়া হয় বিস্কুটের প্যাকেট। সেই বিস্কুট খেতেই সমস্ত হনুমানেরা একদল বেঁধে বসে পড়ে রাস্তায়। আর এই দৃশ্য দেখতেই রীতিমত রাস্তার দুপাশে ভিড় করেছেন সাধারণ মানুষেরা। কেউ কেউ বিষয়টিকে মজার ছলেও নেন। নেট দুনিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও।
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 28, 2024 9:20 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: বনধের দিন রাস্তায় নামল বানর সেনা! আটকে গেল যানবাহন ও যাত্রী চলাচল