Purba Bardhaman News: আর ফেরা হল না বাড়িতে...! রাস্তায় বেরতেই ঘটে গেল ভয়াবহ হাড়হিম কাণ্ড! শুনলে শিউরে উঠবেন
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Purba Bardhaman News: ধান কাটার জন্য শ্রমিক খুঁজতে গিয়ে এক চাষির সঙ্গে যা ঘটল তা জানলে রীতিমত চমকে যাবেন!
পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলা রাজ্যের ধানের গোলা নামেই পরিচিত। জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে ব্যাপক পরিমাণে ধান চাষ হয়। ঠিক সেরকমই এখন চলছে ধান কাটার মরশুম। ধান কেটে ঘরে তুলছেন চাষিরা। আর এবার ধান কাটার জন্য শ্রমিক খুঁজতে গিয়ে এক চাষির সঙ্গে যা ঘটল তা জানলে রীতিমতো চমকে যাবেন!
পূর্ব বর্ধমানের রায়না ১ ব্লকের মোগলমারী গ্রামের বাসিন্দা শেখ মাসেম, বয়স আনুমানিক ৬৫ থেকে ৭০ এর মধ্যে। এদিন শনিবার তিনি নিজের জমির ধান কাটার জন্য বাজারে শ্রমিক খুঁজতে গিয়েছিলেন। আর তারপরই এদিন সাতসকালে তার সঙ্গে ঘটে গেল এক ভয়াবহ কাণ্ড। যার জেরে শেষমেষ প্রাণ হারাতে হল কৃষক শেখ মাসেমকে।
advertisement
advertisement
এই প্রসঙ্গে মৃত শেখ মাসেম এর কাছের আত্মীয় ইব্রাহিম খাঁ জানিয়েছেন, “আমার চাচা ধান কাটার জন্য সকালে বাজারে শ্রমিক খুঁজতে এসেছিলেন। সেইসময় আরামবাগের দিক থেকে একটি ধান বোঝাই লরি বর্ধমান-আরামবাগ রোড থেকে বৈঁয়াইচন্ডী রোডে ঢুকে পড়ে। পরবর্তিতে চাচাকে ধাক্কা মারে ওই লরি। মনে হয় চালক ঘুমিয়ে গিয়েছিল!” ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের বর্ধমান আরামবাগ সাত নম্বর রাজ্য সড়কের মোগলমারী গ্রামের বাজারে। আনুমানিক সকাল ৭ টা নাগাদ এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। ধান বোঝাই লরিটি জোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মারা যান শেখ মাসেম।
advertisement
আরও পড়ুন-স্বামী বাড়িতে না থাকলেই এসব করতেন ঐশ্বর্য…! এতদিনে ফাঁস করলেন অভিষেক, জানলে রাতের ঘুম উড়বে আপনারও
পরে ঘটনার খবর পেয়ে সেহারা বাজার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ লরি চালককে গ্রেফতার করেছে এবং এই ঘটনার তদন্ত শুরু করেছে।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 30, 2024 2:25 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Bardhaman News: আর ফেরা হল না বাড়িতে...! রাস্তায় বেরতেই ঘটে গেল ভয়াবহ হাড়হিম কাণ্ড! শুনলে শিউরে উঠবেন