গঙ্গাসাগরে চার বছরের মধ্যে তৈরি হবে চলেছে সেতু! শুরু জমি অধিগ্রহণের কাজ
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
মুড়িগঙ্গা নদীর উপর সেতু নির্মাণ হতে চলেছে। আর এর ফলে পুণ্যার্থী থেকে বিভিন্ন কৃষিজাত এবং শিল্পজাত পণ্য পরিবহণের সুবিধা বৃদ্ধি পাবে।
গঙ্গাসাগর: মুড়িগঙ্গা নদীর উপর সেতু নির্মাণ হতে চলেছে। আর এর ফলে পুণ্যার্থী থেকে বিভিন্ন কৃষিজাত এবং শিল্পজাত পণ্য পরিবহণের সুবিধা বৃদ্ধি পাবে।
গঙ্গাসাগর ব্রিজের এই প্রকল্প মূল্যের জন্য এখনও পর্যন্ত ১৬৭০ কোটি টাকা ধার্য হয়েছে। প্রকল্পমূল্য ১৬৭০ কোটি টাকা হলেও ১৫৬৭ কোটি টাকা দরপত্র দিয়ে একটি বেসরকারি সংস্থা তৈরি করবে এই গঙ্গাসাগর ব্রিজ।
চার বছরের মধ্যে তৈরি হবে এই ব্রিজ। মোট ব্রিজের দৈর্ঘ্য হবে ৪ কিলোমিটার ৭৫৭ মিটার। চার লেন বিশিষ্ট হবে এই ব্রিজ। এই ব্রিজ তৈরির জন্য ইতিমধ্যেই ১২.৯২২৩৯ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। এর মধ্যে কাকদ্বীপের অংশে ৭.৮৫৩৪৯ একর জমি অধিগ্রহণ হয়েছে। সাগরদ্বীপের কচুবেড়িয়ার দিকে ৫.০৬৮৯ একর জমি ইতিমধ্যেই অধিগ্রহণ হয়েছে। বাকি জমি আগামী ১৫ দিনের মধ্যে অধিগ্রহণ হবে।
advertisement
advertisement
মুড়িগঙ্গা নদীর উপর সেতু নির্মাণের সুবিধা হওয়ার ফলে,
মূলত সাগর দ্বীপের বিভিন্ন কৃষিজাত ও শিল্পজাত পণ্যের পরিবহণে সুবিধা হবে। একইসঙ্গে পুণ্যার্থী, এবং পর্যটক ও সাগর দ্বীপে বসবাসকারী মানুষদের যাতায়াতের সুবিধা হবে। এছাড়াও, এই সেতু নির্মাণের ফলে পরবর্তীকালে নদী বন্দর তৈরী হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও, ঘূর্ণিঝড় প্রবণ সাগর দ্বীপে ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধারকার্যে গতি আসার সম্ভাবনা আসবে বলে মনে করা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 04, 2026 5:22 PM IST










