SUPRATIM DAS
#ইলামবাজার: মেরামতির জন্য় আংশিক বন্ধ থাকছে বীরভূমের ইলামবাজারে অজয় নদের উপর তৈরি ব্রিজটি৷ ২ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত ব্রিজের উপর দিয়ে ভারী পণ্য়বাহী গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ থাকছে ৷ তবে যাত্রিবাহী বাস ও ছোট গাড়িগুলি ব্রিজের উপর দিয়েই চলবে৷ মেরামতির সময়ে ভারী গাড়ি চলাচলের জন্য় বিকল্প রুটের ব্য়বস্থা করেছে জেলা প্রশাসন৷
বিকল্প রুট
১৯৬২ সালের ১৭ জুলাই ব্রিজটির উদ্বোধন করেন তৎকালীন মুখ্যমন্ত্রী বিধান রায়৷ এর উপর দিয়েই গিয়েছে ১৪ নম্বর রাজ্য সড়ক৷ সড়কপথে বীরভূমের সঙ্গে পশ্চিম বর্ধমানকে যুক্ত করেছে ব্রিজটি৷ তাই প্রতিদিন অসংখ্য ছোট-বড় গাড়ি চলে ব্রিজটির উপর দিয়ে৷ কিন্তু মেরামতির অভাবে দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে অজয় নদের ব্রিজটি৷ অবশেষে জরুরি ভিত্তিতে ব্রিজ মেরামতির সিদ্ধান্ত নিয়েছে বীরভূম জেলা প্রশাসন৷ মেরামতির দায়িত্বে রয়েছে পূর্ত দফতর৷
ইলামবাজারে অজয় নদের ব্রিজটির পাশেই একটি নতুন ব্রিজ তৈরির কাজ চলছে৷ যানজট এড়াতে খুব তাড়াতাড়ি নতুন ব্রিজটি জনসাধারণের জন্য খুলে দিতে চায় রাজ্য সরকার৷ নতুন ব্রিজটি চালু হলে, পুরোন ব্রিজের উপর গাড়ির চাপ অনেকটা কমে যাবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bridge, Illambazar