Corona Virus: মর্মান্তিক! করোনায় মৃত্যু হল ৭ মাসের শিশুর, শোকের ছায়া পরিবারে
Last Updated:
Corona Virus: করোনায় মৃত্যু হল ৭ মাসের শিশুর৷ এরপরই নড়েচড়ে বসল চাকদহ পৌরসভা৷ হাসপাতালের দাবি শিশুটি কোভিড-১৯ এর সঙ্গে নিউমেনিয়া ও পালমোনারি টিউবারক্লসিসে আক্রান্ত ছিল৷
রঞ্জিত সরকার, নদীয়া: করোনায় মৃত্যু হল ৭ মাসের শিশুর৷ এরপরই নড়েচড়ে বসল চাকদহ পৌরসভা৷ হাসপাতালের দাবি শিশুটি কোভিড-১৯ এর সঙ্গে নিউমেনিয়া ও পালমোনারি টিউবারক্লসিসে আক্রান্ত ছিল৷ নদীয়ার চাকদহ পৌরসভার উত্তর ঘুগিয়া এলাকার ৭ মাসের এক শিশু গত ৩১শে জুলাই কল্যাণী জে এন এম হাসপাতালে মারা যায়।
শিশুটির মৃত্যুর শংসাপত্রে কোভিড-১৯ ও পালমোনারি টিউবারক্লোসিসের উল্লেখ রয়েছে। বিষয়টি সামনে আসতেই নদীয়ার চাকদহ পৌরসভার আধিকারিকরা শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। এলাকায় স্যানিটাইজ করা হয়। পাশাপাশি শিশুটির বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়।
advertisement
আরও পড়ুন: রান্না-ফুল-ভালবাসা-বিয়ে এমনকী কম্পিউটার দেখেও ভয় পান অনেকে, রীতিমতো ‘ফোবিয়া’! বিশ্বাস করা কঠিন
অন্যদিকে কল্যাণী কলেজ অব মেডিসিন এন্ড জে এন এম হাসপাতালের দাবি, শিশুটি দীর্ঘদিন ধরে রোগে ভুগছিল। এর আগেও কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল। পুনরায় অসুস্থ হওয়ায় এখানে নিয়ে আসা হয়। সন্দেহ হওয়ায় কোভিড -১৯ টেস্ট করা হয়। পাশাপাশি অন্য রোগের চিকিৎসা শুরু করা হয়েছিল শিশুটির। জেলার একমাত্র করোনা আরটিপিসিআর টেস্ট এখানেই হয়। এখনও পর্যন্ত ল্যাবও চালু আছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 03, 2023 4:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Corona Virus: মর্মান্তিক! করোনায় মৃত্যু হল ৭ মাসের শিশুর, শোকের ছায়া পরিবারে