Nadia News: হঠাৎ প্রচুর ঘাম, কিছুক্ষণের মধ‍্যেই শেষ ২১-এর তরতাজা প্রাণ! কেন এত বাড়ছে তরুণদের হার্ট অ্যাটাক? কীভাবে সুস্থ থাকবেন?

Last Updated:

সকালবেলায় হঠাৎই ঘামতে শুরু করে দু তিনবার মা মা বলে ডাক, আর তার পরেই পরিবার সদস্যরা হাসপাতালে নিয়ে এলেও হল না শেষ রক্ষা

সুস্থ সবল ২১ বছরের যুবকের হঠাৎ মৃত্যু
সুস্থ সবল ২১ বছরের যুবকের হঠাৎ মৃত্যু
শান্তিপুর: ঘুমের ঘোরে হঠাৎ ঘাম! পরিবারের পক্ষ থেকে সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে এসেও শেষ রক্ষা হল না, চলে গেল ২১ বছরের সম্পূর্ণ সুস্থ সবল তরতাজা এক যুবক। রাতে সাধারণ খাওয়া দাওয়া! কোনও ধরনের নেশা নেই! শরীর স্বাস্থ্যও যথেষ্টই সুস্থ এবং সবল, অথচ সকালবেলায় হঠাৎই ঘামতে শুরু করে দু তিনবার মা মা বলে ডাক, আর এর পরেই পরিবার সদস্যরা ঘাড়ে মাথায় জল দিয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসার পরেই চিরনিদ্রায় চলে গেল ২১ বছরের তরতাজা যুবক।
সাত সকালে অত্যন্ত বেদনাদায়ক ঘটনাটি নদিয়ার শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের অন্তর্গত নিকুঞ্জ নগর গ্রামের। বিক্রম শান্তিপুর কলেজের ছাত্র বাবার নাম বিশ্বজিৎ দাস। এক দিদির বিয়ে হয়ে যাবার পর সন্তান হিসেবে বিক্রম একাই।
advertisement
advertisement
পরিবারের পক্ষ থেকে অনুমান করছে ঘুমের ঘোরে হার্ট অ্যাটাক অথবা স্ট্রোকে ধরনের কিছু একটা হয়েছে তবে মৃতদেহ ময়নাতদন্ত করার পরেই তা স্পষ্ট জানা যাবে। তবে সদা সর্বদা হাসিখুশি এবং সুস্থ সবল সবসময় ছুটে বেড়ানো ছাত্রের মৃত্যুতে সমগ্র এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
advertisement
তবে এই প্রসঙ্গে তাহেরপুরের চিকিৎসক প্রদীপ কুমার বাগচী জানান, “দিনের পর দিন অল্প বয়সীদের মধ্যে হার্ট অ্যাটাক কিংবা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গিয়ে তৎক্ষণাৎ মৃত্যুর প্রবণতা বাড়ছে। অনিয়মিত জীবনযাপন কিংবা মাদকদ্রব্য সেবনে এই প্রবণতা বাড়িয়ে দিলেও যারা সুস্থ জীবন যাপন এবং কোন কিছু নেশা নেই তাদেরও যে এমন হবে না সেটি নয়। তার কারণ আমাদের পরিবেশে বর্তমানে একাধিক দূষিত পদার্থ মিশে রয়েছে। যার ফলে দিনের পর দিন নিজেদের অজান্তেই হৃদপিন্ডের মধ্যে রক্তের যে নালী রয়েছে তাতে নোংরা আবর্জনা জমে হৃদপিণ্ড থেকে রক্ত প্রবেশের পথ এবং বাহির পথ সরু করে দিচ্ছে যার ফলে সঠিক পরিমাণে রক্ত সঞ্চালন অনেক সময় হয় না আমাদের শরীরে। আর আপনি মনে করবেন বেশ দিব্যি সুস্থ রয়েছেন কিন্তু হঠাৎ একদিন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তৎক্ষণাৎ মৃত্যু হতে পারে আপনার। সেই কারণে যতটা সম্ভব সুস্থ জীবন যাপন এবং সঠিক পুষ্টিকর খাদ্য অভ্যাসের তাছাড়া সর্বোপরি সঠিক সময়ে পর্যাপ্ত পরিমাণে ঘুম প্রয়োজন সকলেরই”।তবে এক্ষেত্রে শান্তিপুরের বিক্রম দাসের মৃত্যু কিভাবে হল তা বলা যাবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই।
advertisement
Mainak Debnath
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: হঠাৎ প্রচুর ঘাম, কিছুক্ষণের মধ‍্যেই শেষ ২১-এর তরতাজা প্রাণ! কেন এত বাড়ছে তরুণদের হার্ট অ্যাটাক? কীভাবে সুস্থ থাকবেন?
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement