East Medinipore News: একসঙ্গে ৯৩ জন চিকিৎসককে শোকজ করল স্বাস্থ্যদফতর, ৭০টি নার্সিংহোমে নোটিস
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
সম্প্রতি জেলাশাসক পূর্ণেন্দু মাঝি স্বাস্থ্যসাথী বিল অনুমোদন করার সময় বেশ কিছু অনিয়ম পান। এনিয়ে স্বাস্থ্যদফতরকে তদন্ত করে ব্যবস্থা নিতে বলেন। তারপরই ক্লিনিক্যাল এস্টাব্লিসমেন্ট অ্যাক্ট ভাঙার অভিযোগে একযোগে ১৩ জন চিকিৎসককে চিঠি দিয়ে ব্যাখ্যা তলব করা হয়।
পূর্ব মেদিনীপুর: একসঙ্গে ৯৩ জন চিকিৎসককে শোকজ করল পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্যদফতর। তালিকায় তমলুক শহরের নামী চিকিৎসকদের নামও আছে। অভিযোগ, ক্লিনিক্যাল এস্টাব্লিসমেন্ট অ্যাক্টকে বুড়ো আঙুল দেখিয়ে কেউ ১৫টি, কেউ ১৬টি আবার কেউ ২৯টি নার্সিংহোমের সঙ্গে যুক্ত। তথ্য দেখে চক্ষু চড়কগাছ জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্যদফতরের।প্রায় ৭০টি নার্সিংহোমে নোটিস পাঠানো হয়েছে। গোটা ঘটনায় জেলার নার্সিংহোম মহলে শোরগোল পড়ে গিয়েছে।
অভিযোগ, এই অনিয়ম দীর্ঘদিন ধরে চলছে। বেশ কিছু প্রভাবশালী রাজনৈতিক নেতা নার্সিংহোমের মাথা। তাই এই অনিয়ম বছরের পর বছর ধরে হলেও মৌচাকে ঢিল মারার কাজটা হয়নি।
advertisement
সম্প্রতি জেলাশাসক পূর্ণেন্দু মাঝি স্বাস্থ্যসাথী বিল অনুমোদন করার সময় বেশ কিছু অনিয়ম পান। এনিয়ে স্বাস্থ্যদফতরকে তদন্ত করে ব্যবস্থা নিতে বলেন। তারপরই ক্লিনিক্যাল এস্টাব্লিসমেন্ট অ্যাক্ট ভাঙার অভিযোগে একযোগে ১৩ জন চিকিৎসককে চিঠি দিয়ে ব্যাখ্যা তলব করা হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
August 30, 2024 6:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipore News: একসঙ্গে ৯৩ জন চিকিৎসককে শোকজ করল স্বাস্থ্যদফতর, ৭০টি নার্সিংহোমে নোটিস

