জন্মের ন’মাস পরেও তৃতীয় লিঙ্গের সন্তান পেল না জন্ম শংসাপত্র !

Last Updated:

সন্তানের জন্মের ৯ মাস পরেও জন্ম শংসাপত্র(বার্থ সার্টিফিকেট) পেতে হন্ন্যে হয়ে ঘুরছেন পান্ডুয়ার গরিব দম্পতি।

#চুচুঁড়া:  সরকারি বিধি বলছে শিশুর জন্মের পরই তার জন্মের নিবন্ধীকরন করানো জরুরি। অথচ সন্তানের জন্মের ৯ মাস পরেও জন্ম শংসাপত্র(বার্থ সার্টিফিকেট) পেতে হন্ন্যে হয়ে ঘুরছেন পান্ডুয়ার গরিব দম্পতি।
গত ২২ জানুয়ারি চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে তৃতীয় লিঙ্গের সন্তানের জন্ম দেন পান্ডুয়ার, বৈচিগ্রামের সুমন্ত ক্ষেত্রপালের স্ত্রী সুমিতা ক্ষেত্রপাল। তখন সুমিতাদেবীকে চুঁচুড়া হাসপাতাল থেকে কলকাতার পি.জি.হাসপাতালে নিয়ে যেতে বলা হয়।
দিন মজুর গরিব দম্পতির আর্থিক ক্ষমতা ছিল না, কলকাতায় যাওয়ার। জন্ম শংসাপত্রের জন্য হুগলি-চুঁচুড়া পুরসভার দারস্থ হয় শিশুর পরিবার। কিন্তু পুরসভার পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয় তৃতীয় লিঙ্গের সন্তানদের শংসাপত্র দেওয়ার কোনও ব্যবস্থা পুরসভার নেই। গত ন’মাস ধরে দিনমজুর পরিবারে হাসপাতাল এবং পুরসভায় অনেক ঘোরাঘুরি করেও কোনও লাভ হয়নি। শীর্ষ আদালত তৃতীয় লিঙ্গকে মান্যতা দিয়েছে। ভোটাধিকার পেয়েছেন তৃতীয় লিঙ্গের মানুষ। তার পরেও পুরসভায় তৃতীয় লিঙ্গের সন্তানের জন্ম শংসাপত্রের ব্যাবস্থা না থাকা অবাক করছে।
advertisement
advertisement
পুরপ্রধান গৌরীকান্ত মুখোপাধ্যায় জানান পুরসভার কম্পিউটারে তৃতীয় লিঙ্গের কোনও কলম না থাকায় এই অসুবিধা।যে সফ্টওয়্যারের সাহায্যে জন্মের শংসাপত্রের কাজ হয় সেটা কেন্দ্রের তাই এর পরিবর্তন করাও পুরসভার পক্ষে সম্ভব না। তৃতীয় লিঙ্গের পাশাপাশি রপান্তরকামীদেরও মান্যতা দিয়েছে শীর্ষ আদালত।পুরসভা ফিরিয়ে দেওয়ায় জন্মের শংসাপত্র কি করে পাবে জানা নেই শিশুটির পরিবারের।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জন্মের ন’মাস পরেও তৃতীয় লিঙ্গের সন্তান পেল না জন্ম শংসাপত্র !
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement