সামনে আবাসের ঘর, আর তার ভিতরেই কিনা...শান্তিপুরে গোপনে এ কী নিষিদ্ধ জিনিসের রমরমা! ধরা পড়তেই মাথায় হাত সকলের

Last Updated:

পরিবারের আরেক সদস্য ঝর্ণা দাস অবশ্য জানান, তাঁরা এই ব্যবসার সঙ্গে যুক্ত নন। এমনকি এর মধ্যে কী আছে তাও জানা নেই।

ঘটনাস্থলে আসেন পুলিশকর্মীরা
ঘটনাস্থলে আসেন পুলিশকর্মীরা
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: শান্তিপুরের দিব্যডাঙায় সরকারি আবাস যোজনা ঘর থেকে উদ্ধার হল ভয়ঙ্কর এক জিনিস। ছুটে এল শান্তিপুর থানার ওসি সহ রানাঘাট জেলা পুলিশের আধিকারিকেরা। গোপন সূত্রে খবর পেয়ে, রানাঘাট জেলা পুলিশের এসডিপিও সবিতা গাটওয়াল, সার্কেল ইন্সপেক্টর কাজল বন্দ্যোপাধ্যায়, শান্তিপুর থানার ওসি অনুপম ঢালি ও শান্তিপুর থানার বিভিন্ন আধিকারিকেরা এদিন হানা দেয় বেলঘড়িয়া দু’নম্বর পঞ্চায়েতের দিব্যডাঙ্গা গ্রামের বিশ্বনাথ দাসের বাড়িতে। আর সেখান থেকেই উদ্ধার হয় প্রায় ৮০ কেজি গাঁজা।
পরিবারের আরেক সদস্য ঝর্ণা দাস অবশ্য জানান, তাঁরা এই ব্যবসার সঙ্গে যুক্ত নন। এমনকি এর মধ্যে কী আছে তাও জানা নেই। তবে তাঁদের ভগ্নিপতি হারাধন সরকার কোচবিহার থেকে কালীপুরে এসে বসবাস শুরু করে। তিনি মাঝেমধ্যেই বস্তায় করে কিছু একটা রেখে যান তার বদলে সামান্য কিছু ভাড়াও দেন। এর এই লোভেই আজ এই বিপদ। তবে আজকের বাজেয়াপ্ত হওয়া এই গাঁজার বস্তা এর আগের দিন রাতে এসে রেখে গিয়েছেন হারাধন সরকার। এই মুহূর্তে পরিবার প্রধান বিশ্বনাথ দাস এবং তাদের ভগ্নিপতি হারাধন সরকার কাউকেই পাওয়া যায়নি।
advertisement
advertisement
তবে সরকারি আবাস যোজনার বসবাসের এই ঘরের মধ্যে এতকিছু আছে তা জানেন না প্রতিবেশীরাও। ঘটনা শুনতেই চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকাজুড়ে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সামনে আবাসের ঘর, আর তার ভিতরেই কিনা...শান্তিপুরে গোপনে এ কী নিষিদ্ধ জিনিসের রমরমা! ধরা পড়তেই মাথায় হাত সকলের
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement