স্নাতকোত্তরে ৭টি নতুন কোর্স চালু হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে, কী কী বিষয় দেখে নিন
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
খুব তাড়াতাড়ি এই বিষয়গুলিতে ছাত্র-ছাত্রী ভর্তি ও পঠন পাঠন শুরু হয়ে যাবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
#বর্ধমান: স্নাতকোত্তরে সাতটি নতুন কোর্স চালু হতে চলেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। খুব তাড়াতাড়ি এই বিষয়গুলিতে ছাত্র-ছাত্রী ভর্তি ও পঠন পাঠন শুরু হয়ে যাবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এজন্য প্রয়োজনীয় শিক্ষক ও শিক্ষাকর্মীও উচ্চশিক্ষা দফতর থেকে পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাই চন্দ্র সাহা জানান, আমরা এই বিষয়গুলি চালু করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও উচ্চ শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়ে আসছিলাম। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেই চাহিদাকে মান্যতা দিয়ে রাজ্য সরকার এই সাতটি বিষয় পড়ানোর জন্য অনুমোদন দিয়েছে। তার জন্য প্রয়োজনীয় শিক্ষক ও শিক্ষাকর্মীরও ব্যবস্থা করা হয়েছে। এটি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কাছে খুব বড় প্রাপ্তি।
advertisement
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ওমেন স্টাডি, নিউট্রিশন এন্ড পাবলিক হেলথ,ফিজিওলজি, জিও স্পেশাল সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, সাইকোলজি এবং মলিকুলার বায়োলজি এন্ড হিউম্যান জেনেটিক্স - এই সাতটি কোর্স অতি শীঘ্রই চালু করা হবে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাই চন্দ্র সাহা বলেন, খুব তাড়াতাড়ি এই বিষয়গুলিতে পঠন-পাঠন শুরু হয়ে যাবে। তার আগে ভর্তি প্রক্রিয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে। তিনি জানান, প্রতিটি বিষয়ের জন্য একজন করে প্রফেসর, দুজন করে অ্যাসোসিয়েট প্রফেসর ও চারজন করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাকছেন। এই সাতটি বিষয়ের জন্য ছাপান্ন জন শিক্ষক ত বারো জন শিক্ষাকর্মী পাচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়।
advertisement
advertisement
উপাচার্য জানান, প্রতিটি বিষয়ের জন্য আপাতত কুড়ি পঁচিশ জন করে পড়ুয়া ভর্তি হওয়ার সুযোগ পাবে। পরবর্তী সময়ে আসন সংখ্যা বাড়ানোর ব্যাপারে ভাবনা চিন্তা করা হবে। তিনি জানান, ২০১৭ সালে এ ব্যাপারে রাজ্য সরকারের অনুমোদন চাওয়া হয়েছিল। সব দিক খতিয়ে দেখার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই বিষয়গুলি চালু করার ব্যাপারে ছাড়পত্র দিয়েছে রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দপ্তর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 15, 2020 7:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্নাতকোত্তরে ৭টি নতুন কোর্স চালু হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে, কী কী বিষয় দেখে নিন








