500 Years Old Chaitra Kali Puja: ৫০০ বছরের প্রাচীন এই পুজো শুরুর আগে ওড়ানো হয় নিশান

Last Updated:

500 Years Old Chaitra Kali Puja: অতি প্রাচীন কালীপুজোর অন্যতম ঐতিহ্য হল অধিবাস। প্রত্যেক বছরে চৈত্র মাসে করা হয় এই চৈত্র কালীপুজো। তার আগে সোমবারে হয় অধিবাস। সেই অধিবাস নিয়ে পরিক্রমা করা হয় সারা হরিপুর

+
কুমারী

কুমারী মেয়ের মাথায় পুজোর অধিবাসের কুলো

নদিয়া: হরিপুর দাসপাড়ার চৈত্র কালীপুজোর ইতিহাস অতি প্রাচীন। আনুমানিক ৫০০ বছরেরও বেশি। এটি শান্তিপুরের সবথেকে প্রাচীনতম পুজোগুলোর মধ্যে একটি। এই পুজোর রয়েছে বেশ কিছু বিশেষত্ব। পুজোর এক মাস আগে মা কালীর নামে করা হয় বিশেষ পালনি। পাড়ার যত মহিলা আছেন তাঁরা যে যেখানেই থাকুক না কেন ওই সময় এখানে এসে উপোস করেন। এরপরে চিরে, খই, মুড়ি খেয়ে উপোবাস ভাঙেন। মন্দিরের পাশেই বাঁশের মাথায় লাল কাপড় দিয়ে একটি নিশান পোঁতা হয়। সেই নিশানটি একমাস রেখে দেওয়া হয়। পুজোর শেষে যখন প্রতিমা বিসর্জন দেওয়া হয় সেই সময় ওই নিশানটি খোলা হয়।
এই অতি প্রাচীন কালীপুজোর অন্যতম ঐতিহ্য হল অধিবাস। প্রত্যেক বছরে চৈত্র মাসে করা হয় এই চৈত্র কালীপুজো। তার আগে সোমবারে হয় অধিবাস। সেই অধিবাস নিয়ে পরিক্রমা করা হয় সারা হরিপুর এলাকা জুড়ে। অধিবাসের কুলোটি দেওয়া হয় একটি অবিবাহিত মেয়ের মাথায়।
advertisement
advertisement
এখানে মা কালীর পুজোর আগে করা হয় মনসা পুজো। মনসা পুজো সম্পন্ন হলে রাত বারোটা থেকে শুরু হয় কালীপুজো। চলে একেবারে ভোর পর্যন্ত। মন্দিরটি অনেক প্রাচীন হওয়ার কারণে সেটিকে নতুনভাবে তৈরি করা হয়েছে। সারা হরিপুর অঞ্চলজুড়ে এই পুজো নিয়ে থাকে মানুষের মধ্যে ভক্তি এবং উচ্ছ্বাস। দূর দূরান্ত থেকে বহু মানুষ পুজো দিতে আসেন এই মন্দিরে।
advertisement
মৈনাক দেবনাথ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
500 Years Old Chaitra Kali Puja: ৫০০ বছরের প্রাচীন এই পুজো শুরুর আগে ওড়ানো হয় নিশান
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement