North 24 Parganas News: বেআইনি অস্ত্র সহ গ্রেফতার ৫, বারাসত পুলিশ জেলা এলাকায় আতঙ্কে স্থানীয়রা

Last Updated:

North 24 Parganas News: বারাসাত পুলিশ জেলার পাশাপাশি দুই থানায় একই দিনে অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ।

আগ্নেয়াস্ত
আগ্নেয়াস্ত
উত্তর ২৪ পরগনা: বারাসাত পুলিশ জেলার পাশাপাশি দুই থানায় একই দিনে অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ। বানিপুর ধাপার মাঠ এলাকা থেকে বছর কুড়ির অভিজিৎ ঘোষ যার বাড়ি দহরথুয়া এলাকায়, ও বছর ২৪ এর সন্তু পাল যার বাড়ি আক্রমপুর এলাকায় বলে জানা যাচ্ছে। এই দুজনের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র এবং দু রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
গোপন সূত্রে পুলিশের কাছে এই খবর পৌঁছতেই হানা দেয় বিশেষ দল। জিজ্ঞাসাবাদ করে জানা যায় আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশেই ঘুরছিলেন তারা। এদিন তাদের ১০ দিনের পুলিশি হেফাজত চেয়ে বারাসাত আদালতে পাঠানো হয়েছে। অপরদিকে গোবরডাঙা থানা এলাকায় দমকল মোড় থেকে পারভেজ মন্ডল নামে বছর কুড়ির এক যুবককে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশে ঘুরছিল সেও।
advertisement
এর পাশাপাশি, রঘুনাথপুর এলাকা থেকে সাইদুর মন্ডর নামে বছর ২৩ এর আর এক যুবককেও গ্রেফতার করা হয় আগ্নেয়াস্ত্র সহ। তাকে জেরা করেই পুলিশ সানুয়াজ মন্ডল নামে বছর ৩৫ এর আরেক যুবকের হদিস পান রঘুনাথপুরে। তার বাড়ি থেকে উদ্ধার হয় কার্তুজ সহ দুটি আগ্নেয়াস্ত্র। ধৃতদের পাঁচদিনের পুলিশ হেফাজত চেয়ে বারাসাত আদালতে পাঠানো হয়েছে।
advertisement
advertisement
তবে এই ঘটনায় পুলিশের সাফল্য মিললেও প্রশ্ন উঠছে তবে কি অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে এই সকল থানা এলাকায়? যদি এলাকা এলাকার আইন শৃঙ্খলার পরিস্থিতি ও নিরাপত্তা ঠিক রয়েছে। যদিও স্থানীয়রা পুলিশি নিরাপত্তা আরও জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: বেআইনি অস্ত্র সহ গ্রেফতার ৫, বারাসত পুলিশ জেলা এলাকায় আতঙ্কে স্থানীয়রা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement