• Home
  • »
  • News
  • »
  • south-bengal
  • »
  • হাতবদলের আগেই পুলিশের জালে পাচারকারী, লক্ষ লক্ষ টাকার জাল নোট উদ্ধার

হাতবদলের আগেই পুলিশের জালে পাচারকারী, লক্ষ লক্ষ টাকার জাল নোট উদ্ধার

পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ৩৪ নম্বর জাতীয় সড়কের মোরগ্রাম থেকে গ্রেফতার করে অভিযুক্ত যুবককে।

পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ৩৪ নম্বর জাতীয় সড়কের মোরগ্রাম থেকে গ্রেফতার করে অভিযুক্ত যুবককে।

পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ৩৪ নম্বর জাতীয় সড়কের মোরগ্রাম থেকে গ্রেফতার করে অভিযুক্ত যুবককে।

  • Share this:

#সাগরদিঘী: পাঁচ লক্ষ একাশি হাজার টাকার জাল নোট-সহ একজনকে গ্রেফতার করল সাগরদিঘী থানার পুলিশ। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ৩৪ নম্বর জাতীয় সড়কের মোরগ্রামের কাছ থেকে গ্রেফতার করে অভিযুক্ত যুবককে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই যুবক  মালদহ থেকে একটি সরকারি বাসে করে মোরগ্রামে বাসস্ট্যান্ডে বাস থেকে নামে। সেই সময় সাগরদিঘী থানার একটি দল বাসস্ট্যান্ডে অপেক্ষায় ছিল। যুবকের ব্যাগের ভেতরে জাল নোট ছিল। মোরগ্রাম  সেই সমস্ত নোট হাতবদল করার কথা ছিল। তার আগেই অবশ্য যুবককে গ্রেফতার করে পুলিশ।

ব্যাগের ভেতর থেকে ৫০০ও ২০০০ টাকার জাল নোট পাওয়া যায়। ধৃতের বাড়ি মালদহের বৈষ্ণবনগরে । ধৃতের নাম সুমন শেখ। অভিযুক্তকে আজ জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। জঙ্গিপুরের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, "জাল টাকা কাকে বা কাদের  দেওয়ার কথা ছিল, তা জানার চেষ্টা করছি। এই ঘটনার সঙ্গে আর যারা জড়িত তাদের প্রত্যেককে গ্রেফতার করা হবে।

Pranab Kumar Banerjee

Published by:Shubhagata Dey
First published: