কড়াই হাত ফস্কে চরম বিপত্তি! অঙ্গনওয়ারী কেন্দ্রে গরম খিচুড়িতে পুড়ে জখম ৫

Last Updated:

গুরুতর জখম অবস্থায় সকলকেই স্থানীয় মটেরদীঘি ব্লক প্রাথমিক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

#জীবনতলা: আইসিডিএস সেন্টারে গরম খিচুড়ির কড়াই উল্টে গিয়ে গুরুতর জখম হলেন ৫ জন। আহতদের মধ্যে ২জন মহিলা ও ৩টি শিশু রয়েছে। গুরুতর জখম অবস্থায় সকলকেই স্থানীয় মটেরদীঘি ব্লক প্রাথমিক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার জীবনতলা থানার অন্তর্গত কালিকাতলা গ্রাম পঞ্চায়েতের ৭৬ নম্বর অঙ্গনওয়ারী কেন্দ্রে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
কিভাবে ঘটনাটি ঘটলো সে বিষয়ে ক্যানিং ২ ব্লক প্রশাসন তদন্ত শুরু করেছে। স্থানীয়দের দাবী, ওই অঙ্গনওয়ারী কেন্দ্রের হেল্পার কৃষ্ণা মণ্ডল মঙ্গলবার দুপুরে রান্নার পর গরম খিচুড়ির কড়াই উনুন থেকে নামাচ্ছিলেন। সেই সময় কোন কারণে হাত ফসকে যাওয়ায় খিচুড়ির কড়াই উল্টে যায়। গরম খিচুড়ি ছিটকে গিয়ে পড়ে অঙ্গনওয়ারী কেন্দ্রে থাকা ২ মহিলা ও ৩ শিশুর উপর। তাঁরা গুরুতর জখম হন। জখম হন কৃষ্ণা মণ্ডলও। হাতে, পায়ে ফোসকা পড়ে যায় তাঁদের। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কড়াই হাত ফস্কে চরম বিপত্তি! অঙ্গনওয়ারী কেন্দ্রে গরম খিচুড়িতে পুড়ে জখম ৫
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement