ধোঁয়ার পাশাপাশি ভারি গাড়ির চাপে কাঁপছে মন্দির ! কেঁদুলির জয়দেব মন্দির আজ বিপন্ন
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
প্রশ্নের মুখে জয়দেব মেলার ভবিষ্যৎ। কেঁদুলিতে জয়দেবের রাধা বিনোদের মন্দিরের মন ভাল নেই। চারশো বছরের পুরনো মন্দিরের শরীর ভাঙছে।
#বীরভূম: এ মন্দিরের কোনায় কোনায় গচ্ছিত ইতিহাস। আনাচে-কানাচে শিল্পের সুক্ষতা। এ মন্দিরের সঙ্গে জড়িয়ে কবি জয়দেবের নাম। যার সৃষ্টি, গীতগোবিন্দ, বাংলা সাহিত্যের ইতিহাসে এক মাইলফলক। কেঁদুলির সেই জয়দেবের মন্দিরই এখন বিপন্ন। কাঁপছে ধ্বংসের আশঙ্কায়।
প্রশ্নের মুখে জয়দেব মেলার ভবিষ্যৎ। কেঁদুলিতে জয়দেবের রাধা বিনোদের মন্দিরের মন ভাল নেই। চারশো বছরের মন্দিরের শরীর ভাঙছে।
১৬৮৩ সালে বর্ধমানের রাজা কীর্তিচাঁদ বাহাদুর অজয়ের পাড়ে কবি জয়দেবের স্মৃতিতে এই মন্দির তৈরি করেন। প্রতি বছর মকর স্নানের সময় অজয়ের মনে পড়ে ঘরের ছেলে জয়দেবের কথা। বীরভূমের রাঙামাটি জুড়ে তখন লক্ষণ সেনের সভাকবি জয়দেবের সৃষ্টি - গীতগোবিন্দের কথা। সেদিন অজয় নদে স্নানের পর পূণ্যার্থীরা জয়দেবের রাধা-বিনোদ মন্দিরে পুজো দেন। মন্দির জুড়ে টেরাকোটায় খোদাই রামায়ন-মহাভারত ও কৃষ্ণের নানা কাহিনি। সেই মন্দির আজ বিপন্ন।
advertisement
advertisement
অভিযোগ, একে রক্ষণাবেক্ষণ হয় না। তার উপর মন্দিরের গা ঘেঁষে দুর্গাপুর যাওয়ার রাস্তা দিয়ে দিনরাত যাচ্ছে ভারী গাড়ি। যার জেরে রীতিমত কাঁপছে মন্দির। ধোয়া-ধুলোয় ক্ষতিও হচ্ছে।
মেলার প্রস্তুতি শেষ। কিন্তু যার চৌকাঠে দাঁড়িয়ে থাকে ইতিহাস, সেই মন্দির কী এভাবে অবহেলা, অযত্নে নষ্ট হয়ে যাবে ? উত্তর চাইছে অজয়। উত্তর চায় কেঁদুলি-ও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 13, 2020 11:58 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ধোঁয়ার পাশাপাশি ভারি গাড়ির চাপে কাঁপছে মন্দির ! কেঁদুলির জয়দেব মন্দির আজ বিপন্ন