গনধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত চার যুবক, ২০ বছরের সাজা ঘোষণা করল বারাসত আদালত

Last Updated:
#বারাসত: বুধবার বারাসত জেলা আদালতে গনধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত চার যুবকে ২০ বছরের সাজা ঘোষণা হল ।
উল্লেখ্য , সোমবারই ওই চার যুবককে এক নেপালি মহিলা কে গণধর্ষণ দায়ে দোষী সাব্যস্ত করে বারাসাত আদালত।মঙ্গলবার সেভেনথ এ ডি জে শুভায়ু ব্যানার্জি আলাদা আলাদা ভাবে চার দোষী সাব্যস্ত আইনজীবীর মত শোনেন বিচারক।
গত ২০১৬ সালের মে মাসের ৩০তারিখে সাতাশ বছরের এক বিদেশি মহিলাকে এক রেস্তোরাঁ যাবার সময় গাড়িতে তুলে গনধর্ষণ করে শুভেন্দু নাগ,সৌরভ দে, সুব্রত দত্ত ও অর্ণব বেরা। বুধবার বারাসাত জেলা আদালতের সপ্তম বিচারক শুভায়ু ব্যানার্জী চারজন আসামিকে দোষী সাব্যস্ত করে। তাদের বিরুদ্ধে কিডন্যাপ,গণধর্ষণ,ও নৃশংস ভাবে বারংবার ধর্ষণের ধারা দেওয়া হয়েছে। আজ বুধবার এই চার জনের সাজা ঘোষণা করে আদালত।
advertisement
advertisement
এদিন সরকারি আইনজীবি বিভাস চ্যাটার্জী আদালত কে জানায় এটি নির্ভয়া কান্ডের মত জঘন্য ঘটনা।আমি ফাঁসির সাজার দাবী করছি।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গনধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত চার যুবক, ২০ বছরের সাজা ঘোষণা করল বারাসত আদালত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement