ভোট গণনার দিনও হিংসা অব্যহত, গুরুতর আহত ৪ নির্দল সমর্থক
Last Updated:
মনোনয়ন পর্ব থেকে ভোটগণনা ৷ রাজ্য়জুড়ে হিংসা অব্যহত ৷ ভোটগণনার দিনও রক্তাক্ত হল ক্যানিং ৷ নির্দল সমর্থকদের উপর হামলা চালান হয় ৷
#ক্যানিং: মনোনয়ন পর্ব থেকে ভোটগণনা ৷ রাজ্য়জুড়ে হিংসা অব্যহত ৷ ভোটগণনার দিনও রক্তাক্ত হল ক্যানিং ৷ নির্দল সমর্থকদের উপর হামলা চালান হয় ৷ গুরুতর আহত হল চারজন নির্দল সমর্থক ৷ ব্যাপক ভাঙচুর হল গোসাবাতেও।
ভোটের ঘোষণা হতেই বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ভাঙচুর মারামারি ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার নিকারিঘাটা গ্রামে ৷ ভোট শেষ হতেই নির্দল সমর্থকদের উপর চলে বেধড়ক মারধর। এই ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন ৷ আহতদের ব্যাপক মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ ৷ আহতদের ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য। এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।
advertisement
অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার গোসাবার বিভিন্ন এলাকায় বিজেপি কর্মী ও সমর্থকদের বেধড়ক মারধর করা হয়। প্রায় শতাধিক বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 17, 2018 11:55 PM IST