জগদ্দলে গঙ্গায় স্নান করতে নেমে জলে তলিয়ে গেলেন ৪ কিশোর
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
গঙ্গায় স্নান করতে নেমে জলে তলিয়ে গেলেন ৪ কিশোর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে জগদ্দলের বিচুলি ঘাটে
# উত্তর ২৪ পরগনা: গঙ্গায় স্নান করতে নেমে জলে তলিয়ে গেলেন ৪ কিশোর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে জগদ্দলের বিচুলি ঘাটে। বেশ কয়েক ঘণ্টা কেটে গেলেও প্রশাসনের তরফে তেমন কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ, উৎকণ্ঠায় কিশোরদের পরিবার।
অন্যদিকে, এদিন দিঘার সৈকতে পড়ে থাকা অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে! মৃতের বয়স আনুমানিক ৪০ বছর। পরনে রয়েছে আকাশি রংয়ের গেঞ্জি,খয়রি কালারের হাফ প্যান্ট। মৎস্যজীবী না পর্যটক, কার মৃতদেহ তা এখনও স্পষ্ট নয়। মঙ্গলবার সকাল দশটা নাগাদ ওল্ড দিঘার সমুদ্র সৈকতের হাসপাতাল ঘাট সংলগ্ন এলাকায় সমুদ্রে ভেসে থাকা অবস্থায় মৃতদেহটি প্রথমে দেখতে পান পর্যটকরাই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 30, 2022 6:17 PM IST