Home /News /south-bengal /

সুন্দরবনে গ্রেফতার ৪ জলদস্যু, উদ্ধার হয় ৭টি আগ্নেয়াস্ত্র ও ১৫টি কার্তুজ

সুন্দরবনে গ্রেফতার ৪ জলদস্যু, উদ্ধার হয় ৭টি আগ্নেয়াস্ত্র ও ১৫টি কার্তুজ

representative image

representative image

সুন্দরবনের পিরখালির জঙ্গল থেকে গ্রেফতার ৪ বাংলাদেশি জলদস্যু।

  • Share this:
    #সুন্দরবন: সুন্দরবনের পিরখালির জঙ্গল থেকে গ্রেফতার ৪ বাংলাদেশি জলদস্যু। পুলিশের কাছে গোপন সূত্রে খবর এসেছিল, জঙ্গলে ঘাঁটি গেড়েছে ৭-৮ জন বাংলাদেশি জলদস্যু। ঠিক সময়ে, অভিযান চালায় পুলিশ। ধাওয়া করে ৭-৮ জনের ওই দলকে। পুলিশকে লক্ষ করে পালটা গুলি চালায় জলদস্যুরা। শেষমেশ ধরা পড়ে ৪ দুষ্কৃতি। উদ্ধার হয় ৭টি আগ্নেয়াস্ত্র ও ১৫টি কার্তুজ। এই অভিযানে ছিল, বারুইপুর পুলিশ, জেলার এসওজি ও সুন্দরবন কোস্টাল থানার পুলিশ।  
    First published:

    Tags: Arrest, Criminal, Sundarban

    পরবর্তী খবর