মন্দারমণির সমুদ্র সৈকতে উদ্ধার বিশালাকৃতি তিমির দেহ !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
ছোটখাটো হাতির মতো চেহারা সম্পন্ন তিমিটি প্রায় ৩৬ ফুট লম্বা!
#দিঘা: মন্দারমণির সমুদ্র সৈকতে উদ্ধার বিশালাকৃতির তিমি মাছের দেহ৷ ছোটখাটো হাতির মতো চেহারা সম্পন্ন তিমিটি প্রায় ৩৬ ফুট লম্বা!
রীতিমতো চমকে যাওয়ার মতোই চেহারা ৷ যেমন লম্বা, তেমনই চওড়া তিমি মাছটির ওজনও বিপুল। আজ, সোমবার সাত সকালে মন্দারমণির সৈকতে বিশালাকৃতির সামুদ্রিক তিমি মাছ দেখে চমকে গিয়েছেন সকলেই! ইয়া লম্বা তিমি মাছটিকে সমুদ্র সৈকতের উপরেই মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়। যার ওজন কয়েক কুইন্টাল হবে। মৃত তিমিটি ঠিক কত ফুট লম্বা আর সেটির ওজন কত তা জানতে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। তাঁদের বক্তব্য, এরকম বিশাল চেহারার তিমি মাছের দর্শন দিঘা-মন্দারমণিতে এর আগে হয়নি। যা দেখে রীতিমতো হইচই শুরু হয়েছে সৈকত শহরে।
advertisement
স্থানীয় মানুষের কাছ থেকে মৃত তিমির বিচে পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এরপর পুলিশই খবর দেয় বন দফতরকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দফতরের কর্মীরা। সৈকতে পড়ে থাকা তিমির ওজন কত হতে পারে তা জানতে কাজ শুরু করেছেন তাঁরা। তবে স্থানীয় মানুষজনের ধারণা, ছোটখাটো হাতির মতো চেহারা সম্পন্ন তিমিটি লম্বায় প্রায় ৩৬ ফুট দীর্ঘ হবে।
advertisement
advertisement
তথ্য- সুজিত ভৌমিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 29, 2020 11:02 AM IST