মন্দারমণির সমুদ্র সৈকতে উদ্ধার বিশালাকৃতি তিমির দেহ !

Last Updated:

ছোটখাটো হাতির মতো চেহারা সম্পন্ন তিমিটি প্রায় ৩৬ ফুট লম্বা!

#দিঘা: মন্দারমণির সমুদ্র সৈকতে উদ্ধার বিশালাকৃতির তিমি মাছের দেহ৷ ছোটখাটো হাতির মতো চেহারা সম্পন্ন তিমিটি প্রায় ৩৬ ফুট লম্বা!
রীতিমতো চমকে যাওয়ার মতোই চেহারা ৷ যেমন লম্বা, তেমনই চওড়া তিমি মাছটির ওজনও বিপুল। আজ, সোমবার সাত সকালে মন্দারমণির সৈকতে বিশালাকৃতির সামুদ্রিক তিমি মাছ দেখে চমকে গিয়েছেন সকলেই! ইয়া লম্বা তিমি মাছটিকে সমুদ্র সৈকতের উপরেই মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়। যার ওজন কয়েক কুইন্টাল হবে। মৃত তিমিটি ঠিক কত ফুট লম্বা আর সেটির ওজন কত তা জানতে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। তাঁদের বক্তব্য, এরকম বিশাল চেহারার তিমি মাছের দর্শন দিঘা-মন্দারমণিতে এর আগে হয়নি। যা দেখে রীতিমতো হইচই শুরু হয়েছে সৈকত শহরে।
advertisement
স্থানীয় মানুষের কাছ থেকে মৃত তিমির বিচে পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এরপর পুলিশই খবর দেয় বন দফতরকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দফতরের কর্মীরা। সৈকতে পড়ে থাকা তিমির  ওজন কত হতে পারে তা জানতে কাজ শুরু করেছেন তাঁরা। তবে স্থানীয় মানুষজনের ধারণা, ছোটখাটো হাতির মতো চেহারা সম্পন্ন তিমিটি লম্বায় প্রায় ৩৬ ফুট দীর্ঘ হবে।
advertisement
advertisement
তথ্য- সুজিত ভৌমিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মন্দারমণির সমুদ্র সৈকতে উদ্ধার বিশালাকৃতি তিমির দেহ !
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement