Nadia News: 'বাক্স খুলেই দেখেন সব তছনছ...!' ৩৫০ বছরের পুরনো এই শিবলিঙ্গ কী করেছিল সেই রাতে? জানলে গায়ে কাটা দেবে

Last Updated:

Nadia News: বাক্সে রাখা বিভিন্ন বাসনপত্র শিবলিঙ্গের নৃত্যের ফলে ভেঙে তছনছ হয়ে যায়। তখন সেই বাড়ির পুরুষেরা বাক্স খুলে দেখেন কিছুই নেই। ঠিক ওই দিন রাত্রি বেলা স্বপ্নাদেশ পান । ওই শিবলিঙ্গ তাদেরকে আদেশ দিচ্ছেন, তিনি কাশি থেকে এই জায়গায় এসেছেন। গাজনে যাতে তার পুজো হয় সেই ব্যবস্থা করতে।

+
গাজনের

গাজনের শিব লিঙ্গ

টুঙ্গী: গাজন মানে শিবের পুজো। বাংলার বিভিন্ন জায়গায় গাজন ও চড়ক উৎসব পালন করা হচ্ছে। ঠিক তেমনই মাজদিয়ার টুঙ্গী গাজন তলার আনুমানিক প্রায় ৩৫০ বছরের পুরনো বুড়ো শিবের রয়েছে এক অদ্ভুত কাহিনী। এছাড়াও পুরুষদের পাশাপাশি এখানে সন্ন্যাসী হন মহিলারাও।
গ্রামের মানুষদের থেকে জানা যায়, বর্তমান সিতাংশু বিশ্বাসদের সপ্তম পুরুষ তাদেরই এক মহিলা কাশি বিশ্বনাথের গঙ্গায় স্নান করতে গিয়ে এই শিবলিঙ্গটি পান। সেখান থেকে শিবলিঙ্গটি নিয়ে এসে বাড়িতে একটি বাক্সের মধ্যে রেখে দেন। এক সময় মাজদিয়া টুঙ্গী গাজনে পুজা হত পাটবানের। সেই সময়ে যখন সন্ন্যাসীরা ঢাক বাজাতে বাজাতে তার বাড়ির সামনে দিয়ে যায় জানা যায়, সেই বাক্সের মধ্যে থাকা ওই শিবলিঙ্গটি নৃত্য করতে শুরু করে।
advertisement
advertisement
ওই বাক্সে রাখা বিভিন্ন বাসনপত্র শিবলিঙ্গের নৃত্যের ফলে ভেঙে তছনছ হয়ে যায়। তখন সেই বাড়ির পুরুষেরা বাক্স খুলে দেখেন কিছুই নেই। ঠিক ওই দিন রাত্রি বেলা স্বপ্নাদেশ পান । ওই শিবলিঙ্গ তাদেরকে আদেশ দিচ্ছেন, তিনি কাশি থেকে এই জায়গায় এসেছেন। গাজনে যাতে তার পুজো হয় সেই ব্যবস্থা করতে। এবং পাশাপাশি তার নিত্য সেবার ব্যবস্থাও করতে।
advertisement
সেই সময় রাজত্ব ছিল রাজা কৃষ্ণচন্দ্রের। এবং সেই থেকেই টুঙ্গী গাজনের শিবের নিত্য পুজো হয়। এই চৈত্র মাসেই তিনি গাজনের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হন। এরপর হয় নীলের পুজো৷ এদিন বিশেষ সন্ন্যাসীদের কাটা খেলা, খাড়া খেলা, এবং আগুনে ফুল খেলা হয়। এই গাজন দেখতে ভিড় করেন টুঙ্গী গ্রাম ছাড়াও আশেপাশের একাধিক গ্রামের মানুষেরা।
advertisement
Mainak Debnath 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: 'বাক্স খুলেই দেখেন সব তছনছ...!' ৩৫০ বছরের পুরনো এই শিবলিঙ্গ কী করেছিল সেই রাতে? জানলে গায়ে কাটা দেবে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement