হোয়াটসঅ্যাপ গ্রুপে মহিলার নগ্ন ছবি আপলোড ! গ্রেফতার ৩ যুবক

Representative image

Representative image

হোয়াটসঅ্যাপ গ্রুপে মহিলার নগ্ন ছবি আপলোড ! গ্রেফতার ৩ যুবক

  • Last Updated :
  • Share this:

    #সবং: হোয়াটসঅ্যাপ গ্রুপে মহিলার নগ্ন ছবি আপলোড! এই আভিযোগে ৩জন যুবককে গ্রেফতার করল সিআইডি। খড়্গপুর থেকে গ্রেফতার করা হয় অমিত দে, সুমিত দে ও বাবুসোনা চিত্রকর নামের তিনজনকে।

    সবংয়ের বাসিন্দা এক মহিলা হঠাৎই লক্ষ্য করেন, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে পড়েছে তাঁর নগ্ন ছবি। তিনি সঙ্গে সঙ্গে থানায় লিখিত  অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু  করে সিআইডি। শেষপর্যন্ত খড়্গপুরে খোঁজ মেলে ওই তিন আসামির। ধৃতদের আজ মেদিনীপুর আদালতে পেশ করা হয়েছে।  অমিত দে, সুমিত দে ও বাবুসোনা চিত্রকরকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

    আরও পড়ুন-গলায় গামছার ফাঁস! অজয় নদের পাশে উদ্ধার দুই যুবকের মৃতদেহ

    First published:

    Tags: 3 arested, Nude Picture, Sabang incident, Upload, Watsapp group, Woman