উত্তর হাওড়ার প্রায় প্রায় পাঁচ লক্ষ মানুষ পেতে চলেছেন বিরাট সুবিধা.... পানীয় জলের ক্ষেত্রে আসছে স্বনির্ভরতা
- Reported by:Debashish Chakraborty
- news18 bangla
- Published by:Rachana Majumder
Last Updated:
২৮০ কোটি টাকার প্রকল্প যা KMDA র মাধ্যমে কাজ করা হচ্ছে। উত্তর হাওড়া গলাবাড়ি এলাকার গঙ্গা থেকে জল তুলে পাইপের নিয়ে যাওয়া সত্যবালা এলাকায় ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট পর্যন্ত সেখানেই ১৫ মিলিয়ন গ্যালোন জল প্রতিদিন পরিস্রুত করা হবে, প্রয়োজন মতো তা সরবরাহও করা হবে। দিনে তিনবার জল পাবে সাধারণ মানুষ।
হাওড়া: পানীয় জল সরবরাহ ক্ষেত্রে এবার স্বনির্ভর হতে চলছে উত্তর হাওড়া। হাওড়া পুরসভার সরবরাহ পানীয় জলের উপর আর নির্ভরশীল থাকছে না উত্তর হাওড়ার প্রায় প্রায় পাঁচ লক্ষ মানুষ। ২০২১ সালে ভোটে জেতার পর উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরীর উদ্যোগে শুরু হয় এই প্রকল্পের কাজ, যা কার্যত শেষের পথে। বিধায়কের দাবি আগামী গ্রীষ্ম কালেই উত্তর হাওড়ার বাসিন্দারা পাবে নতুন পানীয় জল প্রকল্পের থেকে সর্বরোহিত পানীয় জল।
২৮০ কোটি টাকার প্রকল্প যা KMDA র মাধ্যমে কাজ করা হচ্ছে। উত্তর হাওড়া গলাবাড়ি এলাকার গঙ্গা থেকে জল তুলে পাইপের নিয়ে যাওয়া সত্যবালা এলাকায় ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট পর্যন্ত সেখানেই ১৫ মিলিয়ন গ্যালোন জল প্রতিদিন পরিস্রুত করা হবে, প্রয়োজন মতো তা সরবরাহও করা হবে। দিনে তিনবার জল পাবে সাধারণ মানুষ।
advertisement
advertisement
এতদিন হাওড়া পুরসভার পদ্মপুকুর জল প্রকল্প থেকে পানীয় জল সরবরাহ করা হচ্ছে। প্রায় ৭ কিলোমিটার রাস্তায় পেরিয়ে সেই জল পৌঁছত উত্তর হাওড়ায়। দূর থেকে জল আসার কারণ, সেই জলের গুণগত মান ও জল সরবরাহর জলের গতি কম থাকায় সাধারণ মানুষকে দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছিলো। জলের গতি কম থাকায় আবাসন গুলিতেও জল সরবরাহ কার্যত হতই না। নতুন প্রকল্পের হাত ধরে এই দুর্দশা থেকে মুক্তি পেতে চলছে উত্তর হাওড়ার প্রায় ১৪ টি ওয়ার্ডের কয়েক লক্ষ মানুষ। গোলাবাড়ি থেকে ঘুশুড়ি পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার পাইপ লাইন পাতার কাজ প্রায় শেষের মুখে। এই প্রকল্প থেকে প্রাথমিক ভাবে ৫৫ হাজার পানীয় জল সংযোগ করা হবে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Nov 27, 2025 9:53 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
উত্তর হাওড়ার প্রায় প্রায় পাঁচ লক্ষ মানুষ পেতে চলেছেন বিরাট সুবিধা.... পানীয় জলের ক্ষেত্রে আসছে স্বনির্ভরতা










