TMC Clash : শহিদ দিবসের অনুষ্ঠান চলাকালীন রণক্ষেত্র হাড়োয়া! ২ তৃণমূল সমর্থকের মৃত্যু, জখম ৫

Last Updated:

TMC Clash : ২১ জুলাই সকাল থেকেই মোহনপুর অঞ্চলের বিভিন্ন বুথে বুথে শহীদ বেদীতে মাল্যদান ও তৃণমূলের দলীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বসচা (TMC Clash) তৈরি হচ্ছিল। অধিকাংশ বুথে বুথে দুই গোষ্ঠীর অনুগামীরা আলাদা আলাদা করে পতাকা উত্তোলনের ব্যবস্থা করেছিল।

#উত্তর ২৪ পরগনা : মিনাখাঁ বিধান সভার মোহনপুর পঞ্চায়াতের ট্যাংরা মারির ঘটনা। ২১ জুলাই সকাল থেকেই মোহনপুর অঞ্চলের বিভিন্ন বুথে বুথে শহীদ বেদীতে মাল্যদান ও তৃণমূলের দলীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বসচা (TMC Clash) তৈরি হচ্ছিল। অধিকাংশ বুথে বুথে দুই গোষ্ঠীর অনুগামীরা আলাদা আলাদা করে পতাকা উত্তোলনের ব্যবস্থা করেছিল। সকাল থেকে এই ঘটনাকে কেন্দ্র করে আস্তে আস্তে দুই গোষ্ঠীর মধ্যে উত্তাপ ও দূরত্ব বাড়তে থাকে। বেলা যত গড়ায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। দুপুরের দিকে ট্যাংরা মারি এলাকায় সুপ্রিমোর ভার্চুয়াল বক্তব্য শোনার পর এক গোষ্ঠীর লোকজন দলের ব্যবস্থা করা খাবার খাচ্ছিল। অভিযোগ,সেই সময় অপর গোষ্ঠীর কয়েকজন তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। একের পর এক গুলি চলতে শুরু করে।  তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষে নিহত হয় এক তৃণমূল কর্মী ও এক তৃণমূল সমর্থক। আহত প্রায় পাঁচ জন তৃণমূলের কর্মী, সমর্থক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হাড়োয়ার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের টেংরামারী এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শহীদ দিবস ভার্চুয়ালি ভাবে দেখার জন্য একটি প্যান্ডেল তৈরি করা হয়। সেই প্যান্ডেলে ভার্চুয়ালি শহীদ সভা দেখার পর খাওয়া-দাওয়া করছিলে তৃণমূলের কর্মীরা। ঠিক সেই সময় ওই মোহনপুর অঞ্চলের অন্য এক তৃণমূলের বেশকিছু কর্মী ওই টেংরামারি এলাকার প্যান্ডেলে এসে তান্ডব চালায়। তখনই প্রতিবাদ করতে গিয়ে দুই তৃণমূল গোষ্ঠীর মধ্যে শুরু হয় সংঘর্ষ।
advertisement
তারপরেই শুরু হয় গুলিবৃষ্টি। গুলিতে ওই টেংরামারী এলাকার সন্ন্যাসী মন্ডল নামে বছর তিরিশের এক তৃণমূল কর্মী ঘটনাস্থলেই মারা যায়। সেই সঙ্গে গন্ডগোলের সময় দাঁড়িয়ে থাকা লক্ষী বালা মন্ডল নামে এক বৃদ্ধা মাথায় গুলি লাগে। তিনিও ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। সেইসঙ্গে নেপাল মন্ডল সহ প্রায় পাঁচ জন গুলিবিদ্ধ হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়ায় ব্যাপক উত্তেজনা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাড়োয়া থানার পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেই সঙ্গে সন্ন্যাসী মন্ডল ও লক্ষী বালা মন্ডল এর মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়। আহত ওই পাঁচ তৃণমূল কর্মীকে উদ্ধার করে হাড়োয়া হাসপাতালে পাঠায় পুলিশ।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে জানা যায় মোহনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি যোগেশ্বর প্রামাণিক ও মোহনপুর অঞ্চলের অঞ্চল কমিটির এক সদস্য তপন রায় এর মধ্যে মাঝেমধ্যেই গন্ডগোল লেগেই থাকত। গত কয়েকদিন ধরে মেছো ভেড়ি দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে মাঝেমধ্যেই বোমা-গুলি ছড়াছড়ি হত, এটা তারই বহিঃপ্রকাশ।এ ই দিন মোহনপুর পঞ্চায়েত এলাকার তৃনমুল নেতা তপন রায় দাবী করেন দলের লোকের হাতেই তাঁরা আজ আক্রান্ত হয়েছেন। দলের উচ্চ স্তরে বিষয়টি তিনি জানাবেন।এলাকা টি হাড়োয়া থানা এলাকার মধ্যে হলেও মিনাখাঁ বিধানসভার অন্তর্ভুক্ত। আর এই এলাকায় একছত্র ক্ষমতা তৃণমূলের। আর সেই ক্ষমতা ও মেঝো ঘেড়ির কাঁচা টাকার দখলের লড়াই হল শহিদ দিবসে। আর তাতেই মারা গেল তৃনমুলের দুজন।এমনই শহিদ দিবস পালন করছে তৃণমূল কটাক্ষ বিজেপি নেতা শঙ্কর চট্টোপাধ্যায়ের।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC Clash : শহিদ দিবসের অনুষ্ঠান চলাকালীন রণক্ষেত্র হাড়োয়া! ২ তৃণমূল সমর্থকের মৃত্যু, জখম ৫
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement