#রতুয়া: ভোটপর্ব মিটতেই শুরু হল গণনার প্রস্তুতি ৷ ভোট শেষের পরেও ভোটের লাইনে ছিলেন ২২ লক্ষ ভোটার। কী হবে পঞ্চায়েত নির্বাচনের ভবিষ্যত ? তা আজও প্রশ্নের মুখে ৷ কারণ পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য জুড়ে অশান্তি অব্যহত ছিল সোমবার ৷ ১৭ জনের মৃত্যুর খবর মিলেছে ৷
কোথাও নির্ধারিত সময়ের পরও লাইনে দাঁড়িয়ে থাকলেন ভোটাররা । আবার কোথাও ভোট শেষ হতেই গণনার প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছিলেন ভোটকর্মীরা । তারই কিছু ছবিও নিউজ এইটিন বাংলার ক্যামেরায় ধরা পড়েছে মালদার রতুয়ায় ।
ভোটপর্ব মিটতেই এবার গণনার প্রস্তুতি। উত্তর দিনাজপুরের ইসলামপুরে সেই ছবি ধরা পড়েছে নিউজ এইটিন বাংলার ক্যামরোয়।
ভোটপর্ব মিটতেই ব্যস্ততা তুঙ্গে মুর্শিদাবাদের বহরমপুর গার্লস কলেজে। এখানেই তৈরি হয়েছে স্ট্রং রুম। বাক্সবন্দি জনমতের ঠাঁই হয়েছে স্ট্রং রুমের নিশ্ছিদ্র নিরাপত্তায়।
একই ছবি ধরা পড়েছে কোচবিহার ডিস্ট্রিবিউশন সেন্টারেও। ভোট মেটার পরই বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্র থেকে সেখানে পৌঁছন ভোটকর্মীরা। নিয়ম মেনে নথি সহ জমা দেন ব্যালট বক্স। মঙ্গলবার ভোট পরবর্তী স্ক্রুটিনি। দু-দফায় স্ক্রুটিনি করবে নির্বাচন কমিশন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Exit poll result 2018 West Bengal, Live West Bengal Panchayat Poll, Panchayat polls 2018, Panchayat Polls live, Ratua, West Bengal Panchayat polls 2018, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচন ২০১৮