Police Case: রহস্যমৃত্যু...! কৃষ্ণনগরে মণ্ডপের পিছন থেকে যুবতীর দগ্ধদেহ উদ্ধার, ফেসবুক পোস্টে ভয়ঙ্কর তথ্য
- Published by:Shubhagata Dey
- local18
Last Updated:
Police Case: পুলিশ সুপারের অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে যুবতীর অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার। অজ্ঞাত পরিচয় ওই যুবতীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কৃষ্ণনগরের রামকৃষ্ণ আশ্রম পাড়ায়।
কৃষ্ণনগরঃ পুলিশ সুপারের অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে যুবতীর অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার। অজ্ঞাত পরিচয় ওই যুবতীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কৃষ্ণনগরের রামকৃষ্ণ আশ্রম পাড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে ওই এলাকার দুর্গাপুজোর মণ্ডপের ঠিক পিছনে ওই অজ্ঞাত পরিচয় যুবতীর অগ্নিদগ্ধ মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় কোতয়ালি থানায়। এরপর পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায়। উল্লেখ্য ঘটনাস্থল থেকে কিছু দূরেই পুলিশ সুপারের অফিস।
স্থানীয়দের দাবি, একাধিক পুলিশ অফিসার ও আইনজীবীর ওই এলাকায় বাস করেন। এরকম জায়গায় এমন সাঙ্ঘাতিক ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্য জুড়ে যখন মহিলাদের নিরাপত্তার দাবিতে আন্দোলন চলছে সেই সময় এই ঘটনায় ফের প্রশ্নের মুখে নিরাপত্তা। মৃতের পরিচয় জানতে এবং কীভাবে এই ঘটনা ঘটল বা কেন তিনি এই ঘটনা ঘটালেন, তা জানতে তদন্ত শুরু করেছে কোতয়ালি থানার পুলিশ।
advertisement
আরও পড়ুনঃ আজ লক্ষ্মীপুজোয় উপোস করবেন নিশ্চই? মেনে চলুন এই ছোট্ট নিয়ম, দিনভর চাঙ্গা শরীর, ছুটে পালাবে ক্লান্তি
এদিকে, মঙ্গলবার রাতে ফেসবুকে স্টেটাস দেন ওই যুবতী। তাতে তিনি লেখেন, “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়”। অর্থাৎ তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।
advertisement
জানা গিয়েছে, ওই যুবতী কৃষ্ণনগর উত্তর কালীনগরের বাসিন্দা। তিনি কৃষ্ণনগর লেডি কারমাইকেল গার্লস হাই স্কুলে দ্বাদশ শ্রেণির ছাত্রী। মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল, সকালে মৃতদেহ মেলে। পরিবারের দাবি, এক যুবকের সঙ্গে প্রেম ছিল, ওই যুবকই তাঁকে ধর্ষণের পর খুন করেছে বলে দাবি পরিবারের।
advertisement
সমীর রুদ্র
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 16, 2024 11:14 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Police Case: রহস্যমৃত্যু...! কৃষ্ণনগরে মণ্ডপের পিছন থেকে যুবতীর দগ্ধদেহ উদ্ধার, ফেসবুক পোস্টে ভয়ঙ্কর তথ্য