EXCLUSIVE| Bangla News|| বড়দিনের আগে বড়সড় নাশকতার ছক! বর্ধমানে যাত্রীবোঝাই সরকারি বাসে বোমা উদ্ধার!

Last Updated:

Before Christmas 20 bomb recovered from government bus: বড়দিনের আগে বড়সড় নাশকতার ছক কষা হয়েহিল! সরকারি বাসে পাচার হচ্ছিল বোম!

বর্ধমানে যাত্রীবোঝাই সরকারি বাসে বোমা উদ্ধার। প্রতীকী ছবি।
বর্ধমানে যাত্রীবোঝাই সরকারি বাসে বোমা উদ্ধার। প্রতীকী ছবি।
#গলসি: বড়দিনের আগে বড়সড় নাশকতার ছক কষা হয়েহিল! সরকারি বাসে পাচার হচ্ছিল বোমা (Bomb Recovered)! কিন্তু, সেই ছক বানচাল করে দেওয়া সম্ভব হয়েছে পুলিশি তৎপরতায়। কলকাতা(Kolkata) থেকে সিউড়িগামী (Suri) এসবিএসটিসি বাস (SBSTC) থেকে উদ্ধার করা হয়েছে বোমাগুলি। বোমা পাচারের অভিযোগে গলসি থানার পুলিশ গ্রেফতার করে মহম্মদ সারফরাজ আনসারি নামে কলকাতার এক যুবককে। ধৃতকে আজ  বর্ধমান আদালতে পেশ করা হয়।
প্রাথমিক তদন্তে অনুমান, টার্গেট ছিল পানাগড় সেনা ছাউনি! কারণ, পানাগড়ে নামানোর কথা ছিল ওই বোমা ভর্তি বাক্স। সেনা বাহিনীর গোয়েন্দা বিভাগ সূত্রে খবর পেয়ে জাতীয় সড়কে যাত্রী বোঝাই সরকারি বাস দাঁড় করিয়ে তল্লাশি চালায় গলসি থানার পুলিশ। তাতেই উদ্ধার বোমা ভর্তি বাক্স। গ্রেফতার করা হয়ে সন্দেহভাজন ওই যুবককে। এক বাক্স ভর্তি বোমা মিলেছে বলে দাবি গলসি থানার পুলিশের। বোমা নিয়ে যাওয়ার কারণ জানতে বিস্তারিত জেরা করা হচ্ছে ধৃতকে।
advertisement
আরও পড়ুন: শিয়ালদহ থেকে লালগোলার মাঝে ট্রেনে ভয়ংকর ঘটনা, লাইনে পড়ে দ্বিখণ্ডিত দেহ!
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে বাসটি যখন ছাড়া তখন পানাগড় সেনা ছাউনির গোয়েন্দা বিভাগ সূত্র মারফত খবর পায় একটি সরকারি যাত্রী বোঝাই বাসে বোমা পাচার হচ্ছে। খবর যায় গলসি থানার পুলিশের কাছে। মঙ্গলবার সন্ধ্যায় শুরু হয় কড়া নাকাচেকিং। সেখানেই বাসটিকে থামানো হয়। তল্লাশি চালায় পুলিশ। তাতেই একটি প্যাকেটে ২০টি বোমা মেলে। খবর দেওয়া হয় সিআইডি-র বম্ব স্কোয়াডকে। সিআইডির বোম ডিসপোজাল স্কোয়ার্ডের আধিকারিকরা সেগুলিকে নিষ্ক্রিয় করে দেন।
advertisement
advertisement
Saradindu Ghosh
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
EXCLUSIVE| Bangla News|| বড়দিনের আগে বড়সড় নাশকতার ছক! বর্ধমানে যাত্রীবোঝাই সরকারি বাসে বোমা উদ্ধার!
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement