তৃণমূল বিধায়ক খুনে গ্রেফতার ২

Last Updated:
#নদিয়া: কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে খুনের অভিযোগে সুজিত মণ্ডল ও কার্তিক মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ ৷ রবিবার সকালে দফায়-দফায় জিজ্ঞাসাবাদের পর দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷
পুলিশ সূত্রে খবর, বিধায়ক খুনে প্রথম থেকেই সন্দেহের তালিকায় ছিল সুজিত এবং কার্তিক ৷ রবিবার সকাল থেকে দফায় দফায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয় ৷ এরপরই তাদের গ্রেফতার করে পুলিশ ৷
বিধায়ক খুনে সন্দেহের তালিকায় রয়েছে আরও একজন স্থানীয় যুবকের নাম ৷ ফুলবাড়ির স্থানীয় যুবক অভিজিৎ পুন্ডারির বিরুদ্ধে অভিযোগ জানান বিধায়কের ভাই সুমিত বিশ্বাস ৷ তাঁর দাবি, ‘অভিজিৎই দাদাকে খুন করেছে ৷ অভিজিৎ পুন্ডারি বিজেপি কর্মী ৷ খুনের পরই পালিয়ে যায় অভিজিৎ ৷ লোকজন ধাওয়া করেও ধরতে পারেনি ৷’
advertisement
advertisement
বিধায়ক খুনের পর অভিজিতের বাড়ি ভাঙচুর চালায় উত্তেজিত জনতা ৷ ঘটনার পর থেকেই বেপাত্তা অভিজিৎ ৷ অভিজিতের মাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷
শনিবার ফুলবাড়িতে স্বরস্বতী পুজোর উদ্বোধন অনুষ্ঠানে গিয়েছিলেন কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস । সেখানেই খুব কাছ থেকে গুলি করা হয় তাঁকে ৷ রক্তাক্ত অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিধায়ককে। সেখানেই মৃত্যু হয় তৃণমূল নেতার।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
তৃণমূল বিধায়ক খুনে গ্রেফতার ২
Next Article
advertisement
Birbhum News: তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
  • সামাজিক মাধ্যমে শুরু হয়েছিল পরিচয়, তারপর গড়ে ওঠে গভীর প্রেম। সেই সম্পর্কের বাঁধন এবার রূপ নিল বিবাহে। বীরভূমের দুবরাজপুরে শিব মন্দিরে সাতপাক ঘুরে নয়, সিঁথিতে সিঁদুর পরিয়ে পরস্পরের জীবনসঙ্গী হলেন দুই মহিলা৷

VIEW MORE
advertisement
advertisement