তৃণমূল বিধায়ক খুনে গ্রেফতার ২
Last Updated:
#নদিয়া: কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে খুনের অভিযোগে সুজিত মণ্ডল ও কার্তিক মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ ৷ রবিবার সকালে দফায়-দফায় জিজ্ঞাসাবাদের পর দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷
পুলিশ সূত্রে খবর, বিধায়ক খুনে প্রথম থেকেই সন্দেহের তালিকায় ছিল সুজিত এবং কার্তিক ৷ রবিবার সকাল থেকে দফায় দফায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয় ৷ এরপরই তাদের গ্রেফতার করে পুলিশ ৷
বিধায়ক খুনে সন্দেহের তালিকায় রয়েছে আরও একজন স্থানীয় যুবকের নাম ৷ ফুলবাড়ির স্থানীয় যুবক অভিজিৎ পুন্ডারির বিরুদ্ধে অভিযোগ জানান বিধায়কের ভাই সুমিত বিশ্বাস ৷ তাঁর দাবি, ‘অভিজিৎই দাদাকে খুন করেছে ৷ অভিজিৎ পুন্ডারি বিজেপি কর্মী ৷ খুনের পরই পালিয়ে যায় অভিজিৎ ৷ লোকজন ধাওয়া করেও ধরতে পারেনি ৷’
advertisement
advertisement
বিধায়ক খুনের পর অভিজিতের বাড়ি ভাঙচুর চালায় উত্তেজিত জনতা ৷ ঘটনার পর থেকেই বেপাত্তা অভিজিৎ ৷ অভিজিতের মাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷
শনিবার ফুলবাড়িতে স্বরস্বতী পুজোর উদ্বোধন অনুষ্ঠানে গিয়েছিলেন কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস । সেখানেই খুব কাছ থেকে গুলি করা হয় তাঁকে ৷ রক্তাক্ত অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিধায়ককে। সেখানেই মৃত্যু হয় তৃণমূল নেতার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
February 10, 2019 10:29 AM IST