খেজুরিতে ২ ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু! বিজপির দাবি 'কুপিয়ে খুন'! কিন্তু পুলিশ বলছে অন্য কিছু...!
- Published by:Tias Banerjee
- Reported by:Sujit Bhowmik
Last Updated:
ভোররাতে, যখন ভাঙনমারি গ্রামে একটি অনুষ্ঠান চলছিল। অভিযোগ, সেই অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন সুজিত ও সুধীর। সেখানেই ঘটে অস্বাভাবিক এই মৃত্যু। বিজেপির দাবি, এটি নিছক দুর্ঘটনা নয়, বরং অতর্কিত হামলা চালিয়ে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে ওই দু’জনকে।
পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি থানার ভাঙনমারি গ্রামে অনুষ্ঠান চলাকালীন গভীর রাতে মৃত্যু হল দুই ব্যক্তির। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। মৃতদের নাম সুজিত দাস (২২) ও সুধীর পাইক (৬৬)। বিজেপির তরফে এই দুই ব্যক্তিকে ‘কুপিয়ে খুন’ করার অভিযোগ করা হলেও, পুলিশের দাবি হ্যালোজেন লাইট খুলে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মৃত্যু হয়েছে দু’জনের।
গতকাল রাতে খেজুরির জনকা এলাকায় সুজিত দাস (বয়স ২৩, পিতা-শশাঙ্ক দাস, গ্রাম-পূর্ব ভাঙ্গনমারী) এবং সুধীর চন্দ্র পাইক (বয়স ৬৫, পিতা-কেদার পাইক, গ্রাম-ঝাঁটি হারি) এর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন। মৃতদেহে… pic.twitter.com/iEFdbSqu5o
— Suvendu Adhikari (@SuvenduWB) July 12, 2025
advertisement
advertisement

খেজুরিতে অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, বিজেপির খুনের অভিযোগ, পুলিশের দাবি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
খবর ছড়াতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খেজুরি থানায় কাতারে কাতারে মানুষ জমায়েত হন এবং বিক্ষোভে ফেটে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।
advertisement
এদিকে, পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে যে অনুষ্ঠানের আলো জ্বালাতে ব্যবহৃত হ্যালোজেন লাইট আচমকা খুলে পড়ে, এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই ব্যক্তির। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। ঘটনাকে ঘিরে রাজনীতিও সরগরম। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ট্যুইট করে এই মৃত্যু নিয়ে প্রশ্ন তোলেন এবং ঘটনার ন্যায্য তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানান।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 12, 2025 11:12 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
খেজুরিতে ২ ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু! বিজপির দাবি 'কুপিয়ে খুন'! কিন্তু পুলিশ বলছে অন্য কিছু...!