প্রবল ঝড়-বৃষ্টির সময় আশ্রয় নিয়েছিলেন যেখানে, সেখানেই গেল ২ শ্রমিকের প্রাণ! আহত ১

Last Updated:

টিনের শেড চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় টিনের শেডের নিচে আশ্রয় নেওয়া দুই শ্রমিকের। ঘটনায় গুরুতর আহত হন আরও এক শ্রমিক।

Representative Image Generated by AI
Representative Image Generated by AI
বাঁকুড়া: মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে চিমনি নির্মাণের সময় প্রবল ঝড়ে উড়ে লোহার খাঁচা উড়ে পড়ল পার্শ্ববর্তী টিনের শেডে। আর তাতেই টিনের শেড চাপা পড়ে মৃত্যু হল দুই শ্রমিকের। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও এক শ্রমিক। পুলিশ জানিয়েছে মৃতদের নাম প্রেম শঙ্কর ও কানোয়ার পাল । দুজনেরই বাড়ি উত্তরপ্রদেশের বরেলি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে সম্প্রতি নতুন দূষণ নিয়ন্ত্রক চিমনি তৈরির কাজ চলছে। বরাত প্রাপ্ত ঠিকা সংস্থার শ্রমিকরা নির্মীয়মান চিমনির প্রায় একশো মিটার উঁচুতে নির্মান কাজের জন্য প্রয়োজনীয় লোহার মাচা তৈরি করেছিলেন। গতকাল সন্ধ্যায় প্রবল ঝড় শুরু হলে সেই মাচারই একাংশ উড়ে গিয়ে পড়ে নির্মীয়মান চিমনির অদূরে থাকা একটি টিনের শেডে।
advertisement
advertisement
ঝড়বৃষ্টির হাত থেকে বাঁচতে সেই সময় ওই টিনের শেডে আশ্রয় নিয়েছিলেন ওই চিমনিতেই জনা ছয় শ্রমিক। আচমকাই লোহার মাচা প্রায় একশো মিটার উপর থেকে টিনের শেডের উপর পড়ায় ধসে পড়ে টিনের শেড। টিনের শেড চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় টিনের শেডের নিচে আশ্রয় নেওয়া দুই শ্রমিকের। ঘটনায় গুরুতর আহত হন আরও এক শ্রমিক। শ্রমিকদের দাবী ঘটনার দীর্ঘ সময় পর আহত শ্রমিককে উদ্ধার করে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
advertisement
রাতে গঙ্গাজলঘাটি থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে। আজ দেহ দুটি ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। মৃতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি নির্মাণ ঠিকা শ্রমিকদের প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থার দাবীতে সরব হয়েছেন শ্রমিকেরা।
প্রিয়ব্রত গোস্বামী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্রবল ঝড়-বৃষ্টির সময় আশ্রয় নিয়েছিলেন যেখানে, সেখানেই গেল ২ শ্রমিকের প্রাণ! আহত ১
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement