Accident: রাতের শহরে দু’টি পৃথক সড়ক দুর্ঘটনায় মৃত্যু তিন জনের, শোকের ছায়া এলাকায়

Last Updated:

এই দু’টি দুর্ঘটনায় নরেন্দ্রপুর ও আশপাশ এলাকায় নেমে এসেছে গভীর শোক।

News18
News18
নরেন্দ্রপুর: নরেন্দ্রপুর থানা এলাকায় দুটি আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোট তিন জনের। প্রথম দুর্ঘটনাটি ঘটে শনিবার গভীর রাতে উচ্ছেপোতা এলাকায়। কসবার বাসিন্দা প্রভাস অধিকারী, তাঁর বয়স ৪৩৷ বাইকে করে যাওয়ার সময় একটি গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। ধাক্কার ফলে তিনি বাইক থেকে ছিটকে পড়েন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে, তারাই তাঁকে হাসপাতালে নিয়ে যায়৷ হাসপাতালে পৌঁছলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, দেহটি আজ, রবিবার, ময়নাতদন্তে পাঠানো হবে। ইতিমধ্যেই পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।
দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে ভোররাতে, খেয়াদহ বাজার এলাকায়। স্থানীয় সূত্রে খবর, স্পোর্টস বাইক নিয়ে দ্রুত গতিতে যাচ্ছিল দুই যুবক। খেয়াদহ বাজারের কাছে তাঁরা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি দোকানে জোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় দুই যুবক ছিটকে পড়ে৷ তাঁরা গুরুতর জখম হন। উদ্ধার করে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
পুলিশ জানিয়েছে, মৃত দুই যুবকের নাম রাকেশ সর্দার এবং সঞ্জীব সরদার। তাঁদের দেহও ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এই দুটি দুর্ঘটনায় নরেন্দ্রপুর ও আশপাশ এলাকায় নেমে এসেছে গভীর শোক।
advertisement
অর্পন মণ্ডল
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident: রাতের শহরে দু’টি পৃথক সড়ক দুর্ঘটনায় মৃত্যু তিন জনের, শোকের ছায়া এলাকায়
Next Article
advertisement
Indigo Update: ৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু, কেন্দ্রের কড়া বার্তার পর তৎপর ইন্ডিগো!
৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু, কেন্দ্রের কড়া বার্তার পর তৎপর ইন্ডিগো!
  • অবশেষে ইন্ডিগো-র পরিষেবায় উন্নতি৷

  • ৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু৷

  • শনিবারও সংস্থার ৮৫০ উড়ান বাতিল৷

VIEW MORE
advertisement
advertisement