Bengal Weather Update:আর কোনও বাধা নেই, এবার শুধুই শীত! ঠান্ডার মজা নিয়ে তৈরি থাকুন, ধাপে ধাপে হবে পারদ পতন
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Pooja Basu
Last Updated:
কলকাতায় মূলত পরিষ্কার আকাশের পূর্বাভাস। সকালে হালকা কুয়াশা থাকবে। পরে পরিষ্কার আকাশ। শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকাল-সন্ধ্যে শীতের আমেজ বাড়ছে।
advertisement
অবাধ উত্তর পশ্চিমের শীতল হাওয়ার চলাচল। আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যে। উত্তর ব দক্ষিণে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উইকেন্ডে জমিয়ে শীতের আমেজ থাকছে। কলকাতা ও সংলগ্ন জেলাতে ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা ঘোরফেরা করবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কমে ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চলে আসবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
আজ, রবিবার, সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৮ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৩৮ থেকে ৮৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে।








