পুরানো পারিবারিক বিবাদের জেরেই খুন কেতুগ্রামের তৃণমূল কর্মী ? ধৃত ২

Last Updated:

কেতুগ্রামের আমগড়িয়া বাজারে তৃণমূল কর্মীকে গুলি করে খুনের ঘটনায় দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম বাবু শেখ ও জামাল শেখ

বর্ধমান: কেতুগ্রামের আমগড়িয়া বাজারে তৃণমূল কর্মীকে গুলি করে খুনের ঘটনায় দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম বাবু শেখ ও জামাল শেখ। তারা ভরা বাজারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি করে তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত বলে পুলিশের দাবি।
বৃহস্পতিবার সকালে কেতুগ্রামের আমগড়িয়া বাজারে তৃণমূল কর্মী দুলাল শেখ(৪৫)-কে গুলি করে খুন করা হয়েছিল। পুলিশ বাবু শেখকে নবস্তা গ্রামের বাড়ি থেকে এবং জামালকে কুচুনিয়ার মাঠ থেকে গ্রেফতার করে। খুনের ঘটনায় আরও দুই অভিযুক্তের সন্ধান চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ  দুই ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করে। তদন্তের প্রয়োজনে ও খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং বাকি অভিযুক্তদের নাগাল পেতে তদন্তকারী অফিসার দুই ধৃতকে ১৪ দিন পুলিসি হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায়। বিচারক ধৃতদের ১১ দিন পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
advertisement
পুলিশ জানিয়েছে, নিহত দুলাল শেখ ওরফে ইয়াসিনের বাড়ি কেতুগ্রামের আমগড়িয়া বাজারের কাছে রতনপুর পীরতলায়। বৃহস্পতিবার বেলা ১০টা নাগাদ দুলাল আমগড়িয়া বাজারে একটি চায়ের দোকানে চা খেতে ঢোকেন। ওই সময়ে আচমকাই দুষ্কৃতীরা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে দুলালের মাথা লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দেয়। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন দুলাল। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনার পরই নিহতের স্ত্রী জুম্মাতুল বিবি মোট চারজনের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেন। তার ভিত্তিতে মামলা রুজু করে তদন্তে নেমে পুলিশ বাবু ও জামালকে গ্রেফতার  করেছে। বাকি দুই অভিযুক্ত রতন খাঁ ও হানিফ শেখ এখনও পলাতক। পুরনো পরিবারিক বিবাদের জেরেই এই খুন বলে ধৃতদের জেরা করে জানা গিয়েছে বলে দাবি পুলিশের।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুরানো পারিবারিক বিবাদের জেরেই খুন কেতুগ্রামের তৃণমূল কর্মী ? ধৃত ২
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement