সকাল সকাল পাঁশকুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা, উলটে গেল বাস, গুরুতর আহত ১৭
Last Updated:
দ্রুত গতিতে আসতে থাকা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারে ধাক্কা মারে
#পাঁশকুড়া: সকাল সকাল মর্মান্তিক দুর্ঘটনা পাঁশকুড়ায়! আহত ১৭পাঁশকুড়ার সিদ্ধায় জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। পুলিশের তরফে জানানো হয়েছে, দ্রুত গতিতে আসতে থাকা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারে ধাক্কা মারে। এরপরই উলটে যায় বাসটি। আহত হন ১৭জন যাত্রী। স্থানীয়রা বাসের ভিতর থেকে যাত্রীদের উদ্ধার করে। আহতদের তড়িঘড়ি পাঁশকুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চলছে চিকিৎসা। প্রাধমিক তদন্তে পুলিশের অনুমান, বাসের চালক ঘুমিয়ে পড়াতেই দুর্ঘটনা ঘটে।
অন্যদিকে এদিন সকালে বিধান সরণিতে লরিতে ধাক্কা মারে ট্রেলার। দুর্ঘটনার জেরে উলটে যায় লরিটি। লরি উলটে যানজট বিধান সরণিতে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 17, 2019 9:10 AM IST