Mayapur Hotel: রাম মন্দিরের দিন উদ্বোধন, মায়াপুর হোটেলে ৯৯ টাকায় ১২ রকম পদের থালি!
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SOUVIK ROY
Last Updated:
এই মায়াপুর হোটেলের উদ্বোধন হয়েছে চলতি মাসের ২২ তারিখ। রাম মন্দিরে উদ্বোধনের দিন এই হোটেলের পথচলা শুরু হয়
বীরভূম: নিত্যদিনের তেল, ঝাল, আদা, মশলা, পেঁয়াজ রসুন বাদ দিয়ে একটু অন্য ধরনের খাবার খেতে কে না পছন্দ করে। আর তা যদি হয় সম্পূর্ণ নিরামিষ তাহলে তো কোনও কথাই নেই। এবার তাদের জন্যই একদম ভিন্ন স্বাদের ভিন্ন রকমের নিরামিষ খাবারের সন্ধান নিয়ে হাজির হয়েছে মায়াপুর হোটেল।
নাম শুনে হয়ত মনে করছেন এই খাবার খেতে গেলে আপনাদের নদিয়ার মায়াপুরে যেতে হবে। কিন্তু একদমই তার দরকার নেই। এই খাবার পাবেন বীরভূমের রামপুরহাট শহরে। সম্পূর্ণ নিরামিষ এই মায়াপুর হোটেলের উদ্বোধন হয়েছে চলতি মাসের ২২ তারিখ। রাম মন্দিরে উদ্বোধনের দিন এই হোটেলের পথচলা শুরু হয়।
advertisement
advertisement
কিন্তু রামপুরহাটের একটি হোটেলের নাম মায়াপুরের নামে কেন? এই প্রশ্নের উত্তরে হোটেলের মালিক অমিত মেহরা বলেন, মায়াপুরের নাম শুনলেই সাধারণ মানুষের মধ্যে নিরামিষ খাবারের ধারণা আসে। আর যেহেতু তাঁরা ইসকনের ভক্ত এবং ইসকনের সঙ্গে মায়াপুর জড়িত রয়েছে সেই কারণে হোটেলের নাম রেখেছেন মায়াপুর।
তাঁর হোটেলের খাবারের দাম প্রসঙ্গে অমিত মেহেরা জানান, মধ্যবিত্ত থেকে শুরু করে সকলের কথা চিন্তা করে সবকিছুর দাম কম রাখা হয়েছে। মাত্র ৯৯ টাকার মধ্যে এখানে স্পেশাল থালি পাওয়া যায়, যাতে ১২ রকমের পদ থাকে। এছাড়াও সকালে পাওয়া যাচ্ছে কড়াইশুঁটির কচুরি, কলকাতা স্পেশাল পেটাই পরোটা। শুধু কি তাই, এর বাইরেও থাকছে একদম সম্পূর্ণ নিরামিষ ভেজ বিরিয়ানি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
আর এই মায়াপুর হোটেলের খাবার খেলেই সামনের নতুন বছরের শুরুতেই আপনিও পেয়ে যেতে পারেন আকর্ষণীয় উপহার। আপনি যদি এই হোটেলে ১০০ বার খাবার খেয়ে থাকেন তাহলে আপনার খাবারের বিলের ১০০ টাকার বিনিময়ে আপনি পাবেন এক পয়েন্ট। এই ভাবে ৫০ পয়েন্ট করতে পারলে আপনি পাবেন একটি উপহার।
advertisement
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 26, 2024 2:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mayapur Hotel: রাম মন্দিরের দিন উদ্বোধন, মায়াপুর হোটেলে ৯৯ টাকায় ১২ রকম পদের থালি!