নাতির কোলে চেপে ভোট দিলেন ১১০ বছরের বৃদ্ধা
Last Updated:
পঞ্চায়েত ভোট নিয়ে সোমবার সকাল থেকেই সরগরম বাংলা ৷ ভোটকে কেন্দ্র করে কোথাও কোথাও বিক্ষিপ্ত অশান্তিরও খবর রয়েছে ৷
#পূর্বস্থলী: পঞ্চায়েত ভোট নিয়ে সোমবার সকাল থেকেই সরগরম বাংলা ৷ ভোটকে কেন্দ্র করে কোথাও কোথাও বিক্ষিপ্ত অশান্তিরও খবর রয়েছে ৷ এরই মাঝে অন্য ছবি পড়ল নজরে ৷ পূর্বস্থলীতে ভোট দিলেন ১১০ বছর বয়সি মহিলা সুমলা বৈদ্য ৷ নাতির কোলে চেপে ভোট দিতে এলেন ১১০ বছরের এই প্রবীণ মহিলা ৷
advertisement
১১০ বছরের প্রবীন মহিলা সুমলা বৈদ্য নাতির কোলে চেপে ভোট দিলেন। পূর্বস্থলীর বড়গাছি ১১৫ নং বুথে সুমলা ভোট দিয়ে সংবাদ মাধ্যমকে জানালেন, ‘জানি না কবে থেকে ভোট দিচ্ছি তবে প্রথম বিদ্যানগরের মঙ্গলকে ভোট দিয়েছিলাম।’
advertisement
সুমলা বৈদ্যর স্বামী, হরিচরণ বৈদ্যের তিরিশ বছর আগে মৃত্যু হয়। নাতিদের ভরসায় বড়গাছি বৈদ্যপাড়ায় টিনের ছোট চালাঘরে সুমলার সংসার। ভোট আসলেই সুমলা বৈদ্য ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে ওঠেন। সুমলা দেবীকে আজও পরের ভরসায় ভোট দিতে যেতে হয়। বড়গাছি বুথের কর্তব্যরত কর্মীরাও এই প্রবীন ভোটারকে দেখে অবাক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 14, 2018 5:27 PM IST